টিকা

টিকাবীজ সংরক্ষণ ও পরিবহন

Md Alamin Sarker | ১৬ মে ২০২৪

টিকাবীজ সংরক্ষণ ও পরিবহন
টিকা বা ভ্যাকসিন সংরক্ষণ: টিকা বা ভ্যাকসিন সংরক্ষণের সঠিক পদ্ধতি বোতলের গায়ে বা আলাদা কাগজে লেখা থাকে। যে সব টিকা হিমশুষ্ক অবস্থায় ভায়াল বা এম্পুলে থাকে, যেমন- পি.পি.আর, ছাগলের বসন্ত ও জলাতঙ্কের টিকা শূন্য ডিগ্রী তাপমাত্রার নীচে সংরক্ষণ করতে হয়। তাই এসব টিকা ডীপ ফ্রিজে রাখতে হয়। তড়কা, গলাফুলা, বাদলা, ক্ষুরা রোগের টিকা ৪-৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় অর্থাৎ রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে হয়। সঠিক পদ্ধতিতে বা তাপমাত্রায় টিকা সংরক্ষণ না করলে টিকার কার্যকারিতা নষ্ট হয়ে যায়। ফলে এসব টিকা ব্যবহার করলেও সঠিক ফল না হয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। প্রস্তুতকারী প্রতিষ্ঠান হতে বোতল বা ভায়ালের গায়ে লেখা সংরক্ষণের নিয়মাবলী সঠিকভাবে মেনে চলতে হয়। টিকা ব্যবহারের সময়সীমা উত্তীর্ণ হয়ে গেলে সে টিকা ব্যবহার করা উচিত নয়। 

টিকা বা ভ্যাকসিন পরিবহন : টিকা বা ভ্যাকসিন ব্যবহারের পূর্ব পর্যন্ত টিকার গুণগত মান ঠিক রেখে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার জন্য সঠিকভাবে পরিবহন করতে হয়। প্রথমে টিকা উৎপাদন প্রতিষ্ঠান হতে টিকা শীতল অর্থাৎ রেফ্রিজারেটেড ভ্যানে (Refregerated and/cool van) করে বা বড় আইস বক্সে বরফ দিয়ে তার মধ্যে টিকা নিয়ে বিভিন্ন স্থান যেমন-জেলা প্রাণিসম্পদ দপ্তর, প্রাণী হাসপাতাল বা উপজেলায় আনতে হয়। তারপর উক্ত টিকা রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে হয়। সেখান থেকে আবার ছোট ছোট থার্মোস ফ্লাক্সে বরফ দিয়ে তার পর বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। টিকা প্রয়োগের পূর্ব পর্যন্ত টিকার শীতলতা বজায় রাখতে হবে। অন্যথায় টিকার গুণগত মান নষ্ট হয়ে যাবে।