মাছের রোগ ও প্রতিকার

সাদা দাগ রোগ:

Jakia sultana | ০৬ মে ২০২৪

রুই জাতীয় মাছে এই রোগ বেশি দেখা যায়।

      লক্ষণ:

  • মাছের ত্বক,পাখনা ও ফুলকায় বিন্দুর মত ক্ষুদ্র ক্ষুদ্র সাদা দাগ দেখা যায়।
  • সংক্রমনের শুরুতে মাছ পানিতে লাফালাফি করে এবং কোনো কিছুর সাথে গা ঘষতে থাকে।
  • আক্রান্ত মাছের ফুলকা মুড়িয়ে যায়।

 

চিকিৎসা/প্রতিকার:

  • প্রতি শতাংশ জলায়তনের জন্য ২৫০ গ্রাম চুন এবং ২৫০ গ্রাম লবণ সপ্তাহে ১ বার করে ৩-৪ সপ্তাহ প্রয়োগ করতে হবে।