প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের দপ্তরসমূহে সরকার নির্ধারিত মূল্যে সেবাপ্রদান সমূহঃ
ক্রমিক নং |
সেবার নাম |
সেবার সংক্ষিপ্ত বিবরণ |
সেবা প্রাপ্তির সম্ভাব্য সময় |
সেবা প্রাপ্তির ফি (প্রযোজ্য ক্ষেত্রে) |
সেবা প্রাপ্তির স্থান |
|||||||||||||||||||||||||||||||||||||||||
০১ |
গবাদিপশুর কৃত্রিম প্রজনন |
১। গাভীর মালিক গাভী গরম হওয়ার পর গাভীকে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র/ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর/ ইউনিয়ন পর্যায়ে কৃত্রিম প্রজনন পয়েন্ট-এ নিয়ে আসবেন এবং কৃত্রিম প্রজননের জন্য আবেদন জানাবে। ২। খামারী/ পশুর মালিকগণ গাভী গরম হওয়ার ৮-১০ ঘন্টা পর প্রজনন কেন্দ্রে নিয়ে আসবেন। ৩। কৃত্রিম প্রজনন কেন্দ্রে রেজিস্টারভূক্ত করণের উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়। তারপর সরকারি রশিদের মাধ্যমে ফি আদায়ের পর নিয়ম অনুযায়ী কৃত্রিম প্রজনন করানো হয় এবং রশিদ প্রদান করা হয়। |
গাভী গরম হওয়ার পর ১০-২০ ঘন্টার মধ্যে |
সরকার নির্ধারিত মূল্যেঃ ১ম প্রজনন- তরল সিমেন ১৫/- হিমায়িত সিমেন ৩০/- (বি.দ্র: এ আই টেকনিশিয়ানের ক্ষেত্রে অতিরিক্ত ৪০/- টাকা ফি প্রদান করতে হবে।) |
জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ইউনিয়ন পর্যায়ে কৃত্রিম প্রজনন পয়েন্ট। |
|||||||||||||||||||||||||||||||||||||||||
০২ |
গবাদিপশুর টিকাদান |
১। গবাদিপশুর মালিকগন তাদের গবাদিপশু সমূহ টিকাদান কেন্দ্রে নিয়ে আসবেন এবং টিকা দেওয়ার জন্য আবেদন জানাবেন। টিকা প্রদানকারী কর্তৃপক্ষ টিকা প্রদানের জন্য টিকা প্রস্তুত করবেন এবং ফি আদায় করবেন। ফি আদায়ের পর টিকা প্রদান করবেন এবং পশুর মালিক পশু বাড়ি নিয়ে যাবেন। নিয়মিতভাবে এলাকার চাহিদা অনুযায়ী নিবিড় টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়ে থাকে। ২। কমপক্ষে ১৫ দিন অন্তর এক একটি রোগের টিকা দিতে হয়। ৩। হঠাৎ কোন রোগের প্রাদুর্ভাব দেখা দিলে জরুরী ভিত্তিতে ঐ রোগের টিকা প্রদান করা হয়। ৪। নির্দিষ্ট পশুকে নির্দিষ্ট রোগের টিকা প্রদান করা হয়। |
টিকা মজুদ সাপেক্ষে তাৎক্ষণিক সময়ে অথবা পূর্ব নির্ধারিত প্রোগ্রাম করার ক্ষেত্রে সর্বোচ্চ ২ দিন হতে ৭ দিন |
সরকার নির্ধারিত মূল্যেঃ
|
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ইউনিয়ন কল্যাণ কেন্দ্র |
|||||||||||||||||||||||||||||||||||||||||
০৩ |
হাঁস-মুরগীর টিকাদান |
১। হাঁস-মুরগীর মালিক নির্দিষ্ট স্থানে হাঁস-মুরগি জমা করবে এবং টিকা প্রদানের জন্য আবেদন করবে। টিকা গুলঅনুর পর এবং মূল্য আদায়ের পর টিকা প্রদান করবে। প্রতি সপ্তাহে একদিন উপজেলা প্রাণি হাসপাতালে হাঁস-মুরগীর টিকা প্রদান করা হয়। ২। ইউনিয়ন পশুপাখী কল্যান কেন্দ্রে প্রয়োজন অনুযায়ী টিকা প্রদান করা হয়ে থাকে। ৩। সেবাকর্মীর মাধ্যমে কোন নির্দিষ্ট এলাকায় চাহিদা মোতাবেক টিকা প্রদান করা হয়ে থাকে। ৪। সরকারী/বেসরকারী খামার সমূহে রুটিন মাফিক টিকা প্রদান করা হয়। |
টিকা মজুদ সাপেক্ষে তাৎক্ষণিক সময়ে |
সরকার নির্ধারিত মূল্যেঃ
|
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ইউনিয়ন কল্যান কেন্দ্র |
|||||||||||||||||||||||||||||||||||||||||
০৪ |
ক্ষুদ্র ঋণ বিতরণ |
১। প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের পর বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সরকারি নিয়ম মোতাবেক জন প্রতি হারে ঋণ প্রদান করা হয় ২। ক্ষুদ্র ঋণ উপজেলা অফিস থেকে এবং বৃহদাকার ঋণ ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়। খামারীগণ ঋণ পাওয়ার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরাবর আবেদন করবে। উপজেলা ঋণদান কমিটি কর্তৃক বাছাই করার পর ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়। |
১৫ দিন |
৫% সার্ভিস চার্জ |
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর |
|||||||||||||||||||||||||||||||||||||||||
০৫ |
গবাদিপশু ও হাঁস-মুরগী বিতরণ |
ক) গবাদিপশু (গরু, মহিষ): জনগণের নিকট থেকে আবেদন প্রাপ্তির পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা/ খামার ব্যবস্থাপক যাচাই-বাছাই করে অধিদপ্তরে প্ররণ করেন। অধিদপ্তরে পরিচালক (উৎপাদন) পুনরায় যাচাই-বাছাই করে মহাপরিচালকের নিকট উপস্থঅপন করেন। মহাপরিচালক যাচাই-বাছাই করে অনুমোদন করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা/ খামার ব্যবস্থাপকের নিকট বরাদ্দপত্র প্রেরণ করেন। পরবর্তীতে নির্ধারিত বিনিময় মূল্যের মাধ্যমে জনগণের মাঝে বিতরণ করা হয়। |
৩০ দিন |
সরকার নির্ধারিত মূল্যেঃ
|
সরকারি খামারসমূহ |
|||||||||||||||||||||||||||||||||||||||||
খ) গবাদিপশু (ছাগল): জনগণের নিকট থেকে আবেদন প্রাপ্তির পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্তৃপক্ষের মাধ্যমে বিভাগীয় উপপরিচালক এর নিকট প্রেরণ করেন। বিভাগীয় উপপরিচালক যাচাই-বাছাই করে অনুমোদন করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা/ খামার ব্যবস্থাপকের নিকট বরাদ্দপত্র প্রেরণ করেন। পরবর্তীতে নির্ধারিত বিনিময় মূল্যের মাধ্যমে জনগণের মাঝে বিতরণ করা হয়।
|
২০ দিন |
সরকার নির্ধারিত মূল্যে:
|
সরকারি খামারসমূহ |
|||||||||||||||||||||||||||||||||||||||||||
গ) হাঁস-মুরগী: খামারে উৎপদিত হাঁস-মুরগী মজুদ সাপেক্ষে সরকারি রশিদের মাধ্যমে টাকা আদায়ের পর সরবরাহ করা হয়
|
পন্য প্রাপ্তি সাপেক্ষে তাৎক্ষনিক সময়ে অথবা সর্বোচ্চ ১ দিন |
সরকার নির্ধারিত মূল্যে:
|
সরকারি খামারসমূহ |
|||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘ) কালিং গবাদিপশু: |
৩০ দিন |
সরকার নির্ধারিত মূল্যে: জীবন্ত ওজন এ++ ৮০/- কেজি এ+ ৭৫/- কেজি এ ৭০/- কেজি বি ৬৫/- কেজি |
||||||||||||||||||||||||||||||||||||||||||||
০৬ |
প্রাণিজাত পণ্য বিক্রয় |
১। সরকার কতৃক নির্ধারিত মূল্যে সরকারি খামার থেকে উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয় করা হয়। ২। উৎপাদিত পণ্য বিক্রয় কেন্দ্রে আনা হয় এবং সরকারি রশিদের মাধ্যমে টাকা আদায়ের পর পণ্য সরবরাহ করা হয়। |
পণ্য প্রাপ্তি সাপেক্ষে তাৎক্ষণিক সময়ে অথবা সর্বোচ্চ ১ দিন |
সরকার নির্ধারিত মূল্যে:
|
সরকারি খামার সমূহ |
|||||||||||||||||||||||||||||||||||||||||
০৭ |
পশুখাদ্য তৈরীর লাইসেন্স প্রদান |
১। আবেদনকারী মহাপরিচালক বরাবরে আবেদন করবে। সংশ্লিষ্ট শাখা প্রদান কর্তৃক যাচাই বাছাই করার পর নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়। |
৩০ দিন |
সরকারি বিধি অনুযায়ী ** বিভিন্ন ক্যাটাগরির আবেদন ফি, লাইসেন্স ফি ও আপিল ফি এর তালিকা:
|
মহাপরিচালক প্রাণিসম্পদ অধিদপ্তর |
|||||||||||||||||||||||||||||||||||||||||
০৮ |
পশুখাদ্য/ঔষধ আমদানী-রপ্তানীর লাইসেন্স প্রদান/অনাপত্তি সনদ প্রদান |
১। আবেদনকারী মহাপরিচালক বরাবরে আবেদন করবে। সংশ্লিষ্ট শাখা প্রধান কর্তৃক যাচাই-বাছাই করার পর নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়। |
৩০ দিন |
সরকার নির্ধারিত মূল্যে: নুতন - ১০০০০/- পুরাতন - ৫০০০/- |
মহাপরিচালক প্রাণিসম্পদ অধিদপ্তর |
|||||||||||||||||||||||||||||||||||||||||
০৯ |
গবাদিপশু ও হাঁস-মুরগির খামার নিবন্ধন |
আবেদনকারী সংশ্লিষ্ট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরাবর আবেদন করবেন। সং |