সরকার নির্ধারিত মূল্যে সেবা ( প্রাণিসম্পদ)

প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের দপ্তরসমূহে সরকার নির্ধারিত মূল্যে সেবাপ্রদান সমূহঃ

MD NAYEM HOSSAIN | ১৬ মে ২০২৪

প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের দপ্তরসমূহে সরকার নির্ধারিত মূল্যে সেবাপ্রদান সমূহঃ

 ক্রমিক   নং

 সেবার নাম

 সেবার সংক্ষিপ্ত   বিবরণ

 সেবা   প্রাপ্তির   সম্ভাব্য   সময়

 সেবা প্রাপ্তির ফি (প্রযোজ্য ক্ষেত্রে)

 সেবা প্রাপ্তির   স্থান

 ০১

 গবাদিপশুর   কৃত্রিম   প্রজনন 

 ১। গাভীর   মালিক গাভী   গরম হওয়ার   পর গাভীকে   জেলা কৃত্রিম   প্রজনন কেন্দ্র/   উপজেলা   প্রাণিসম্পদ   দপ্তর/   ইউনিয়ন   পর্যায়ে কৃত্রিম   প্রজনন   পয়েন্ট-এ নিয়ে   আসবেন এবং   কৃত্রিম   প্রজননের   জন্য আবেদন   জানাবে।

 ২। খামারী/   পশুর   মালিকগণ   গাভী গরম   হওয়ার ৮-১০   ঘন্টা পর   প্রজনন কেন্দ্রে   নিয়ে আসবেন।

 ৩। কৃত্রিম   প্রজনন কেন্দ্রে   রেজিস্টারভূক্ত   করণের   উপযুক্ত   পরীক্ষা   নিরীক্ষা করা   হয়। তারপর   সরকারি     রশিদের   মাধ্যমে ফি   আদায়ের পর   নিয়ম অনুযায়ী   কৃত্রিম প্রজনন   করানো হয়   এবং রশিদ   প্রদান করা হয়।

 গাভী   গরম   হওয়ার   পর   ১০-২০   ঘন্টার   মধ্যে

 সরকার নির্ধারিত মূল্যেঃ

 ১ম প্রজনন-

 তরল সিমেন ১৫/-

 হিমায়িত সিমেন ৩০/-

 (বি.দ্র: এ আই টেকনিশিয়ানের ক্ষেত্রে অতিরিক্ত ৪০/- টাকা ফি প্রদান করতে   হবে।)

 জেলা   কৃত্রিম   প্রজনন   কেন্দ্র,   উপজেলা   প্রাণিসম্পদ   দপ্তর এবং   ইউনিয়ন   পর্যায়ে   কৃত্রিম   প্রজনন   পয়েন্ট।

 ০২

 গবাদিপশুর   টিকাদান

 ১। গবাদিপশুর   মালিকগন   তাদের   গবাদিপশু   সমূহ টিকাদান   কেন্দ্রে নিয়ে   আসবেন এবং   টিকা দেওয়ার   জন্য আবেদন   জানাবেন।   টিকা   প্রদানকারী   কর্তৃপক্ষ টিকা   প্রদানের জন্য   টিকা প্রস্তুত   করবেন এবং   ফি আদায়   করবেন। ফি   আদায়ের পর   টিকা প্রদান   করবেন এবং   পশুর মালিক   পশু বাড়ি   নিয়ে  যাবেন।   নিয়মিতভাবে   এলাকার   চাহিদা অনুযায়ী   নিবিড়   টিকাদান   কর্মসূচি   পরিচালনা করা   হয়ে থাকে। 

 ২। কমপক্ষে   ১৫ দিন অন্তর   এক একটি   রোগের টিকা   দিতে হয়।

 ৩। হঠাৎ কোন   রোগের   প্রাদুর্ভাব দেখা দিলে জরুরী ভিত্তিতে ঐ রোগের টিকা প্রদান করা হয়।

৪। নির্দিষ্ট পশুকে নির্দিষ্ট রোগের টিকা প্রদান করা হয়।

টিকা মজুদ সাপেক্ষে তাৎক্ষণিক সময়ে অথবা পূর্ব নির্ধারিত প্রোগ্রাম করার ক্ষেত্রে সর্বোচ্চ ২ দিন হতে ৭ দিন

সরকার নির্ধারিত মূল্যেঃ

টিকার নাম

মূল্য {টাকা (পরিমাণ)} 

ক্ষুরারোগ (বাইভ্যালেন্ট)

৯৬/- (১৬ মাত্রা)

ক্ষুরারোগ (ট্রাইভ্যালেন্ট)

১৬০/- (১৬ মাত্রা)

তড়কা

৫০/- (১০০ মাত্রা)

বাদলা

৩০/- (২০ মাত্রা)

গলাফুলা

৩০/- (২০ মাত্রা)

পি.পি.আর

৫০/- (১০০ মাত্রা)

গোট পক্স

৫৫(১০০ মাত্রা)

জলাতংক (লেপ)

২৫/-(এক মাত্রা)

জলাতংক (হেপ)

২৫/- (এক মাত্রা)

 

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ইউনিয়ন কল্যাণ কেন্দ্র

০৩

হাঁস-মুরগীর টিকাদান

১। হাঁস-মুরগীর মালিক নির্দিষ্ট স্থানে হাঁস-মুরগি জমা করবে এবং টিকা প্রদানের জন্য আবেদন করবে। টিকা গুলঅনুর পর এবং মূল্য আদায়ের পর টিকা প্রদান করবে। প্রতি সপ্তাহে একদিন উপজেলা প্রাণি হাসপাতালে হাঁস-মুরগীর টিকা প্রদান করা হয়।

২। ইউনিয়ন পশুপাখী কল্যান কেন্দ্রে প্রয়োজন অনুযায়ী টিকা প্রদান করা হয়ে থাকে।

৩। সেবাকর্মীর মাধ্যমে কোন নির্দিষ্ট এলাকায় চাহিদা মোতাবেক টিকা প্রদান করা হয়ে থাকে।

৪। সরকারী/বেসরকারী খামার সমূহে রুটিন মাফিক টিকা প্রদান করা হয়।

টিকা মজুদ সাপেক্ষে তাৎক্ষণিক সময়ে

সরকার নির্ধারিত মূল্যেঃ

টিকার নাম

মূল্য {টাকা(পরিমাণ)} 

আর.ডি.ভি

১৫/- (১০০ মাত্রা)

বি.সি.আর.ডি.ভি

১৫/- (১০০ মাত্রা)

ফাউল পক্স

৪০/- (২০০ মাত্রা)

পিজিয়ন পক্স

২০/- (১০০ মাত্রা)

ডাক প্লেগ

৩০/- (১০০ মাত্রা)

ফাউল কলেরা

৩০/- (১০০ মাত্রা)

গামবোরো

২০০/- (২০০ মাত্রা)

মারেক্স

৩৫০/- (১০০০ মাত্রা)

সালমোনেলা

৯০/- (২০০ মাত্রা)

 

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ইউনিয়ন কল্যান কেন্দ্র

 

 

 

 

 

 

 

০৪

 

 

 

 

 

 

 

ক্ষুদ্র ঋণ বিতরণ

 

 

 

 

 

 

 

১। প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের পর বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সরকারি নিয়ম মোতাবেক জন প্রতি হারে ঋণ প্রদান করা হয়

২। ক্ষুদ্র ঋণ উপজেলা অফিস থেকে এবং বৃহদাকার ঋণ ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়। খামারীগণ ঋণ পাওয়ার জন্য ‍উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরাবর আবেদন করবে।  উপজেলা ‍ঋণদান কমিটি কর্তৃক বাছাই করার পর ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়।

 

 

 

 

 

 

 

১৫ দিন

 

 

 

 

 

 

 

৫% সার্ভিস চার্জ

 

 

 

 

 

 

 

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর

 

০৫

 

 

গবাদিপশু ও হাঁস-মুরগী বিতরণ

 

 

ক) গবাদিপশু (গরু, মহিষ):

জনগণের নিকট থেকে আবেদন প্রাপ্তির পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা/ খামার ব্যবস্থাপক যাচাই-বাছাই করে অধিদপ্তরে প্ররণ করেন। অধিদপ্তরে পরিচালক (উৎপাদন) পুনরায় যাচাই-বাছাই করে মহাপরিচালকের নিকট উপস্থঅপন করেন। মহাপরিচালক যাচাই-বাছাই করে অনুমোদন করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা/ খামার ব্যবস্থাপকের নিকট বরাদ্দপত্র প্রেরণ করেন। পরবর্তীতে নির্ধারিত বিনিময় মূল্যের মাধ্যমে জনগণের মাঝে বিতরণ করা হয়।

 

 

৩০ দিন

সরকার নির্ধারিত মূল্যেঃ

পণ্যের  নাম

মূল্য নির্ধারণের ভিত্তি/ উপকরণ

মূল্য (টাকায়)

গাভী/ বকনা

১) দৈহিক প্রতি কেজি ওজনের জন্য

৪০.০০

২) ৩০৫ দিনের মাতৃদূগ্ধের প্রতিলিটার দুধ উৎপাদনের জন্য

৬.০০

৩) গর্ভকাল ৬০ দিনের মধ্যে হলে

২২০০.০০

৪) গর্ভকাল ৬০ দিনের উর্ধ্বে প্রতিদিনের জন্য

৩৩.০০

৫) যদি দুধালো গাভী হয় তাহলে  ‘‘১ ও ২’’ এর অতিরিক্ত প্রতি লিটার দুধ উৎপাদনের জন্য

১১০০.০০

 

 

বাছুর সহ বিক্রয় যোগ্য গাভীর মূল্য নির্ধারন

 

 

১) দৈহিক ওজনের ভিত্তিতে প্রতি কেজি

 

 

৪০.০০

২) ৩০৫ দিনের মাতৃদূগ্ধের প্রতিলিটার দুধ উৎপাদনের জন্য

৬.০০

৩) গাভীর নিজস্ব উৎপাদিত প্রতি লিটার দুধের জন্য

১১০০.০০

৪) বাছুরের জন্মকালীন মূল্য

ক) এঁড়ে

খ) বকনা

৪৪০০.০০

৬৬০০.০০

বাছুরের বয়স প্রতিদিনের জন্য

৯০০.০০

 

সরকারি খামারসমূহ

খ) গবাদিপশু (ছাগল):

জনগণের নিকট থেকে আবেদন প্রাপ্তির পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্তৃপক্ষের মাধ্যমে বিভাগীয় উপপরিচালক এর নিকট প্রেরণ করেন। বিভাগীয় উপপরিচালক যাচাই-বাছাই করে অনুমোদন করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা/ খামার ব্যবস্থাপকের নিকট বরাদ্দপত্র প্রেরণ করেন। পরবর্তীতে নির্ধারিত বিনিময় মূল্যের মাধ্যমে জনগণের মাঝে বিতরণ করা হয়।

 

২০ দিন

সরকার নির্ধারিত মূল্যে:

পণ্যের  নাম 

বয়স

মূল্য (টাকায়)

পাঠা

০৬-০৮ মাস

১২০০

ছাগী

০৬-০৮ মাস

১৮০০

 

সরকারি খামারসমূহ

গ) হাঁস-মুরগী:

খামারে উৎপদিত হাঁস-মুরগী মজুদ সাপেক্ষে সরকারি রশিদের মাধ্যমে টাকা আদায়ের পর সরবরাহ করা হয়

 

পন্য প্রাপ্তি সাপেক্ষে তাৎক্ষনিক সময়ে অথবা সর্বোচ্চ ১ দিন

সরকার নির্ধারিত মূল্যে:

পণ্যের নাম

মূল্য

০-১ দিন বয়সের মুরগির বাচ্চা(আনসেক্সড)

ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রতিটি ১২/-

০-১ দিন বয়সের মুরগির বাচ্চা (আনসেক্সড)

নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত প্রতিটি ১০/- 

০-১ দিন বয়সের হাঁসের বাচ্চা (আনসেক্সড)

ফেব্রুয়ারি থেকে অক্টোবর পযন্ত ২০/-

০-১ দিন বয়সের হাঁসের বাচ্চা (আনসেক্সড)

নভেম্বর থেকে জানুয়ারি পযন্ত ১৫/-

২-২৮ দিন বয়সের হাঁস-মুরগির বাচ্চা

প্রতিটি ৩৫/- 

২৯-৪২  দিন বয়সের হাঁস-মুরগির বাচ্চা

প্রতিটি ৬০/-

৪৩-৭০ দিন বয়সের হাঁস-মুরগির বাচ্চা

প্রতিটি ৭৫/-

৭১-৯০ দিন বয়সের হাঁস-মুরগির বাচ্চা

প্রতিটি ৯০/-

৯১-১১০ দিন বয়সের হাঁস-মুরগির বাচ্চা

প্রতিটি ১০০/-

১১১-১২৬ দিন বয়সের হাঁস-মুরগির বাচ্চা

প্রতিটি ১২০/-

১২৭-১৪০ দিন বয়সের হাঁস-মুরগির বাচ্চা

প্রতিটি ১৪০/-

১৪১দিন ও তার উর্ধ্বে প্রাপ্ত বয়স্ক হাঁস-মুরগি

প্রতিটি ১৭০/-

 

সরকারি খামারসমূহ

ঘ) কালিং গবাদিপশু:

৩০ দিন

সরকার নির্ধারিত মূল্যে:

জীবন্ত ওজন

এ++ ৮০/- কেজি

এ+ ৭৫/- কেজি

এ ৭০/- কেজি

বি ৬৫/- কেজি

০৬

প্রাণিজাত পণ্য বিক্রয়

১। সরকার কতৃক নির্ধারিত মূল্যে সরকারি খামার থেকে উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয় করা হয়।

২। উৎপাদিত পণ্য বিক্রয় কেন্দ্রে আনা হয় এবং সরকারি রশিদের মাধ্যমে টাকা আদায়ের পর পণ্য সরবরাহ করা হয়।

পণ্য প্রাপ্তি সাপেক্ষে তাৎক্ষণিক সময়ে অথবা সর্বোচ্চ ১ দিন

সরকার নির্ধারিত মূল্যে:

পণ্যের নাম

মূল্য (টাকায়)

খাবার ডিম

মুরগির ডিম-প্রতি হালি - ২০/-

হাঁসের ডিম-প্রতি হালি -২৬/-

উর্বর ডিম

মুরগির ডিম-প্রতি হালি -২৪/-

হাঁসের ডিম-প্রতি হালি -৩০/-

কালিং মুরগী

প্রতি কেজি ১২০/-

কালিং হাঁস

প্রতি কেজি ১২০/-

ড্রেসিং হাঁস

প্রতি কেজি ১৪০/-

দুধ-৫০/-

প্রতি লিটার ৫০/-

 

সরকারি খামার সমূহ

০৭

পশুখাদ্য তৈরীর লাইসেন্স প্রদান

১। আবেদনকারী মহাপরিচালক বরাবরে আবেদন করবে। সংশ্লিষ্ট শাখা প্রদান কর্তৃক যাচাই বাছাই করার পর নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়।

৩০ দিন

সরকারি বিধি অনুযায়ী

** বিভিন্ন ক্যাটাগরির আবেদন ফি, লাইসেন্স ফি ও আপিল ফি এর তালিকা:

ক্যাটাগরি

আবেদন ফি (টাকা)

লাইসেন্স ফি (টাকা)

নবায়ন ফি (টাকা)

আপিল ফি (টাকা)

মেয়াদ

ক্যাটাগরি-১

১০০০/-

১০০০০/-

৫০০০/-

৬০০০/-

লাইসেন্স ইস্যুর তারিখ হইতে এক বছর

ক্যাটাগরি-২

১০০০/-

১০০০০/-

৫০০০/-

৫০০০/-

লাইসেন্স ইস্যুর তারিখ হইতে এক বছর

ক্যাটাগরি-৩

লাইসেন্স ইস্যুর তারিখ হইতে এক বছর

ক) দৈনিক ৫১ টন থেকে তদুর্ধ

৫০০/-

৫০০০/-

৬০০০/-

৩০০০/-

খ) দৈনিক ১১ টন থেকে ৫০ টন পযন্ত

৩০০/-

১০০০/-

৫০০/-

১০০০/-

 

গ) দৈনিক ১০ টন পযন্ত

২০০/-

৫০০/-

৩০০/-

৫০০/-

 

 

মহাপরিচালক প্রাণিসম্পদ অধিদপ্তর

০৮

পশুখাদ্য/ঔষধ আমদানী-রপ্তানীর লাইসেন্স প্রদান/অনাপত্তি সনদ প্রদান

১। আবেদনকারী মহাপরিচালক বরাবরে আবেদন করবে। সংশ্লিষ্ট শাখা প্রধান কর্তৃক যাচাই-বাছাই করার পর নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়।

৩০ দিন

সরকার নির্ধারিত মূল্যে:

নুতন -  ১০০০০/-

পুরাতন  - ৫০০০/-

মহাপরিচালক প্রাণিসম্পদ অধিদপ্তর

০৯

গবাদিপশু ও হাঁস-মুরগির খামার নিবন্ধন

আবেদনকারী সংশ্লিষ্ট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরাবর আবেদন করবেন। সং