বিনামূল্যে সরকারি সেবা ( প্রাণিসম্পদ)

প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের দপ্তরসমূহে বিনা মূল্যে সেবা প্রদান সমূহ

MD NAYEM HOSSAIN | ১৬ মে ২০২৪

                প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের দপ্তরসমূহে বিনামূল্যে সেবা প্রদান সমূহঃ

 ক্রমিক   নং

   সেবার নাম

    সেবার সংক্ষিপ্ত বিবরণ

 সেবা প্রাপ্তির.       সম্ভাব্য সময়

 সেবা প্রাপ্তির ফি   (প্রযোজ্য ক্ষেত্রে)

          সেবা প্রাপ্তির স্থান

                                                  

 ০১

 পশুপাখির   চিকিৎসা   প্রদান

 অসুস্থ গবাদিপশু ও হাঁস-মুরগীর   চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান।

 ১-২ ঘন্টা ল্যাব   পরীক্ষা সহ ৩ দিন

 বিনামূল্যে

 উপজেলা প্রাণিসম্পদ দপ্তর,   জেলা ভেটেরিনারি হাসপাতাল,   ৪৮,কাজী আলাউদ্দিন     রোড,ঢাকা

 ০২

 কৃষক/   খামারী   প্রশিক্ষণ

 ১। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়ার   পর ভিএফএ,     ইউএলএ এবং   জনপ্রতিনিধি সমন্বয়ে তালিকা   প্রণয়ন করার পর  ইউপিসভা   এবং উপজেলা পরিষদ সভায়   তালিকা অনুমোদনের পর   প্রশিক্ষণের দিন, তারিখ এবং   সময় নির্ধারণ করা হয় এবং   সংশ্লিষ্টদের অবহিত করা হয়

 ২। প্রয়োজন অনুযায়ী অতিথিবক্তা  নির্বাচন করা হয়।

 ৩। নির্দিষ্ট সময় প্রশিক্ষণের   দেওয়ার পর প্রশিক্ষণ সমাপ্ত করা   হয় ।

   ১-৩ দিন

 বিনামূল্যে

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর

 ০৩

 ক্ষুদ্র ঋণ   বিতরণ

 ১। প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের   পর বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে   সরকারি নিয়ম মোতাবেক জন   প্রতিহারে ঋণ প্রদান করা হয়। 

২। ক্ষুদ্র ঋণ উপজেলা অফিস থেকে এবং বৃহদাকার ঋণ ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়। খামারীগণ ঋণ পাওয়ার জন্য ‍উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরাবর আবেদন করবে।  উপজেলা ‍ঋণদান কমিটি কর্তৃক বাছাই করার পর ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়।

 ১৫ দিন

 ৫% সার্ভিস চার্জ।

 উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

 ০৪

 পুনর্বাসন ও   উপকরণ   সহায়তা   প্রদান।

 ১। দুযোগময় পরিস্থিতিতে/   বিশেষ  পরিস্থিতিতে পুনর্বাসন ও   ক্ষতিপুরণ প্রদান করা হয়।

 ২। সরকার কর্তৃক প্রদানকৃত/।   বরাদ্দকৃত অর্থ/উপকরণ   অগ্রাধিকার তালিকা প্রণয়নের   মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত খামারী/   পালনকারীদের মাঝে পুনর্বাসন   ও উপকরণ সহায়তা প্রদান করা   হয়

 

 বৎসরের সকল   দুয়োগকালীন   সময় ১-৩ দিন

 বিনামূল্যে

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর

 ০৫

 দূর্যোগকালীন   সময়ে জরুরী   সেবা প্রদান

 দুর্যোগকালীন সময়ে  জরুরি সেবা   প্রদানের জন্য অগ্রাধীকার   তালিকা তৈরী করা হয়। আক্রান্ত   এলাকার চাহিদা মোতাবেক এবং   সেবাপণ্য  প্রাপ্তি সাপেক্ষে নির্দিষ্ট   এলাকায় সেবা প্রদান করা হয়।   প্রাকৃতিক দূর্যোগকালীন সময়ে   স্থানীয় প্রশাসন জন প্রতিনিধি ও   বেসরকারি সেবা মূলক   প্রতিষ্ঠানের সহযোগিতায়   অধিদপ্তরের জরুরি সেবা প্রদান   করা হয়। 

 প্রাপ্তি  সাপেক্ষে      ১-৭  দিন

 বিনামূল্যে

 উপজেলা প্রাণিসম্পদ দপ্তর

 ০৬

 উন্নত প্রযুক্তি   জনসাধারণের   মাঝে বিতরণ

 উন্নত প্রযুক্তি জনসাধারনের   মাঝে হস্তান্তরের জন্য কৃষক/   খামারীদেরকে নিয়ে সভা/   প্রশিক্ষণের আয়োজন করা হয়।  এর মাধ্যমে প্রযুক্তির/ বিবরণী   জনসাধারনের মাঝে হস্তান্তর   করা হয়।

      ৬-১২ মাস

        বিনামূল্যে

 উপজেলা প্রাণিসম্পদ দপ্তর   এবং জেলা প্রাণিসম্পদ দপ্তর।

 ০৭

 উন্নত জাতের   ঘাসের চারা/   বীজ বিতরণ।

 নির্দিষ্ট এলাকায় ঘাস চাসের জন্য   নির্দিষ্ট এলাকার কৃষক নির্বাচন   করা হয়। কৃষকদেরকে   যথানিয়মে প্রশিক্ষণ ‍প্রদান করা   হয়। প্রশিক্ষণের পর বীজ/চারা   বিতরণ করা হয়। বীজ/চারা   বিতরণের পর ঘাসের প্লট   পরিদর্শন করা হয়।

    ১ দিন

      বিনামূল্যে

 উপজেলা প্রাণিসম্পদ   কর্মকর্তা, গবাদি পশুর খামার   সমূহ, জেলা কৃত্রিম প্রজনন   কেন্দ্র।

 ০৮

 বিনোদন   উদ্যান ও   চিড়িয়াখানা   পরিচালনা   করা

 দেশী এবং বিদেশী বিরল   প্রজাতীর প্রাণীসমূহ সংগ্রহ করে   জনসাধারণের  বিনোদনের জন্য   উন্মুক্ত করা হয়। ব্যবস্থাপনা   সুষ্ঠভাবে পরিচালনার জন্য   বাৎসরিক লীজ বা ইজারা প্রদান   করা হয়।

 সাপ্তাহিক/ ছুটির   দিন ব্যতীত   সকল   দিন। 

 বিনামূল্যেঃ

 ক) বাংলাদেশ জাতীয়   চিড়িয়াখানাঃ

 শিশুপার্ক 

 ফ্রি

 সরকারি/    বেসরকারি চি-   ড়িয়াখানায়   প্রাণী সরবরাহ   (অতিরিক্ত   প্রাণীর তালিকা   হতে) 

 ফ্রি

 খ) রংপুর বিনোদন   উদ্যান/ চিড়িয়াখানাঃ

 সেবাসমূহ

 সেবামূল্য

 পিকনিক   স্পট

 ফ্রি

 

 বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা   এবং রংপুর বিনোদন উদ্যান/   চিড়িয়াখানা