মৎস্য অধিদপ্তর
নাগরিক ই-সেবাসমূহের তালিকা
ক্রমিক নং |
ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা্/আইডিয়ার নাম |
সেবা্/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ |
সেবা্/আইডিয়াটি কার্যকর আছে কি-না/ না থাকলে কারণ |
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে কি-না |
সেবার লিংক |
মন্তব্য |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
০১. |
মৎস্য পরামর্শ / Fish Advice (উদ্ভাবনী ধারণা- মোবাইল অ্যাপ ) |
মৎস্য পরামর্শ / Fish Advice মৎস্য সম্পর্কিত একটি সমন্বিত অ্যাপ । এতে মাছ ও চিংড়ির চাষ পদ্ধতি,রোগ বালাই, চাষকালীন উদ্ভূত বিভিন্ন সমস্যাবলী সহ বিবিধ বিষয়াবলীর সচিত্র সমাধান দেয়া আছে। একজন চাষি সহজেই অ্যাপটি থেকে এ সংক্রান্ত সমস্যাবলীর সমাধান পাবেন। |
কার্যকর আছে |
পাচ্ছে |
https://bit.ly/3CqaPDK |
|
০২. |
মৎস্য চাষি বার্তা ( উদ্ভাবনী ধারণা- মোবাইল অ্যাপ ) |
অ্যাপটিতে মাছ চাষের পোনা মজুদ মাছ ও চিংড়ির চাষ পদ্ধতি,রোগ বালাই, চাষকালীন উদ্ভূত বিভিন্ন সমস্যাবলীর সচিত্র সমাধান দেয়া আছে। এতে গুরুত্বপূর্ণ ৮ টি সুত্র রয়েছে। এগুলো হলো -পোনা মাছ মজুদের সূত্র , খাদ্য প্রদানের সূত্র, বয়স অনুযায়ী খাদ্য প্রদানের সূত্র ,নির্দিষ্ট আমিষ অনুযায়ী খাদ্য তৈরির সূত্র,পি পি এম নির্ণয়ের সূত্র ,জলাশয়ের আয়তন নির্ণয়ের সূত্র , জলাশয়ের ক্ষেত্র ফল নির্ণয়ের সূত্র , চুন সারের পরিমাণ নির্ণয়ের সূত্র । এছাড়া চাষিকে এস এম এস এর মাধ্যমে মৎস্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নোটিফিকেশন এর মাধ্যমে অবগত করা হয়।
|
কার্যকর আছে |
পাচ্ছে |
https://bit.ly/3EBdUnk |
|
০৩ |
ডক্টর ফিস ( উদ্ভাবনী ধারণা- মোবাইল অ্যাপ ) |
অ্যাপটি ব্যবহারের মাধ্যমে মৎস্যচাষিগণ যে কোনো স্থান থেকে তাৎক্ষণকিভাবে পুকুর পাড়েই রোগাক্রান্ত মাছ, পানির রং ও অবস্থার ছবি পাঠিয়ে মাধ্যমে অথবা ভিডিও কলের মাধ্যমে সমস্যার সমাধান পাবেন। এ ছাড়া বিভিন্ন সমস্যাবলীর সচিত্র সমাধান দেয়া আছে। অ্যাপটিতে মৎস্য র্কমর্কতার প্রোফাইল (নাম, পদবী, র্কমস্থল, মোবাইল নম্বর), ছবি তোলা ও পাঠানো, অডিও কল, ভিডিও কলের অপশন রয়েছে ।
|
কার্যকর আছে |
পাচ্ছে |
https://bit.ly/3MqQe6X |
|
০৪ |
মৎস্য চাষি স্কুল ( উদ্ভাবনী ধারণা- মোবাইল অ্যাপ ) |
মাছ চাষের বিভিন্ন আধুনিক প্রযুক্তি সমূহ, রোগবালাই ও অন্যান্য যাবতীয় তথ্য দেয়া আছে। কোন চাষি যে কোন বিষয়ে জানতে চাইলে উদ্ভাবকের সাথে লাইভ চ্যাট এর মাধ্যমে জানতে পারবে। |
কার্যকর আছে |
পাচ্ছে |
https://bit.ly/3EAl6A7 |
|
০৫ |
মৎস্য বিষয়ক পরামর্শ সেবা (ডিজিটাল সেবা) |
ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে জমা দিয়ে সে সম্পর্কে সেবা গ্রহিতা পরামর্শ সেবা পেতে পারে। |
কার্যকর আছে |
পাচ্ছে |
https://www.mygov.bd/public/service?id=BDGS-1583304317 |
|
০৬ |
অনলাইন প্রশিক্ষণার্থী নিবন্ধন (ডিজিটাল সেবা) |
অনলাইনে প্রশিক্ষণ পেতে ইচ্ছুক চাষিগণ তথ্য ইনপুট দিলে পরবর্তীতে সংশ্লিষ্ট অফিস হতে যোগাযোগ করে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়। |
কার্যকর আছে |
পাচ্ছে |
http://khulnadof.com/reg-training |
|
০৭ |
মৎস্য খাদ্যের লাইসেন্সিং (ডিজিটাইজড কৃত সেবা) |
অনলাইনে মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইটে রক্ষিত লিঙ্ক এ ক্লিক করে একজন সেবাগ্রহিতা প্রয়োজনীয় তথ্য ইনপুট করে লাইসেন্স গ্রহণ করতে পারে। |
কার্যকর আছে |
পাচ্ছে |
http://erp.fisheries.gov.bd/?page_id=6 |
|
০৮ |
মৎস্য হ্যাচারির লাইসেন্স প্রদান (সহজি কৃত সেবা) |
ধাপ কমানোর মাধ্যমে সেবাটি সহজ করা হয়েছে। এখন হ্যাচারি মালিকগণ সরাসরি জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আবেদন করে লাইসেন্স গ্রহণ করতে পারেন। |
কার্যকর আছে |
পাচ্ছে |
|
|