মনোসেক্স তেলাপিয়ার পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা
মনোসেক্স তেলাপিয়া করলে চাষ
থাকব সুখে বার মাস
ভূমিকা
মনোসেক্স তেলাপিয়া একটি উচ্চ ফলনশীল ও দ্রুত বর্ধনশীল মাছ। গিফট তেলাপিয়ার এ জেনেটিক জাতটি স্থানীয় জাত বা অন্যান্য তেলাপিয়ার চেয়ে শতকরা ৫০-৬০ ভাগ বেশী উৎপাদনশীল। বাণিজ্যিক চাষাবাদ অত্যন্ত লাভজনক বিধায় বর্তমানে মনোসেক্স পুরুষ মাছের পোনার চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ৯৮-১০০ ভাগ মনোসেক্স পুরুষ মাছের পোনা উৎপাদন কৌশল উদ্ভাবনে সক্ষম হয়েছেন। এ মাছের বৈশিষ্ট্য নিম্নরূপঃ
মনোসেক্স তেলাপিয়ার পোনা উৎপাদন পদ্ধতি
বিশুদ্ধ জাতের ব্রুড মাছ সংগ্রহ ও প্রতিপালন
পুকুরে প্রজনন হাপা স্থাপন ও ডিম সংগ্রহ
ইনকিউবেশন জারে ডিম ফোটানো
হরমোন মিশ্রিত খাদ্য তৈরী
মনোসেক্স পুরুষ তেলাপিয়ার পোনা উৎপাদন করার জন্য ৩৫% প্রোটিন সমৃদ্ধ প্রতি কেজি খাবারে ৫০-৬০ মিলিগ্রাম ১৭ আলফা মিথাইল টেসটোষ্টেরন (১৭- & Methyltestosterone) ১০০ মি.লি. ইথাইল এ্যালকোহলে (৯৯%) দ্রবীভূত করতে হয় অতঃপর এই দ্রবণ খাবারে ভালভাবে মিশিয়ে হরমোন খাদ্য তৈরী করা হয়।
নার্সিং হাপাতে হরমোন মিশ্রিত খাদ্য প্রয়োগ পদ্ধতি
পোনার বয়স |
খাদ্য প্রয়োগের হার |
১-৭ দিন |
মজুদকৃত পোনার দেহ ওজনের ৫০% |
৮-১৪ দিন |
মজুদকৃত পোনার দেহ ওজনের ৩০% |
১৫-২১ দিন |
মজুদকৃত পোনার দেহ ওজনের ২০% |
উক্ত হারে প্রতিদিনের প্রয়োজনীয় খাদ্য ভাগ করে দিনে ৪-৫ বার রেণু পোনাকে খাওয়াতে হবে।
তেলাপিয়া পোনাকে স্বাভাবিক খাদ্যে অভ্যস্থকরণ
মনোসেক্স তেলাপিয়ার নার্সিং ব্যবস্থাপনা
মজুদ পুকুরে চাষের পূর্বে ছোট মনোসেক্স তেলাপিয়ার পোনাকে নার্সারি পুকুরে লালন করে নিতে হবে। নার্সিং না করে সরাসরি পুকুরে চাষের জন্য মজুদ করলে মৃত্যুর হার বেশী হয়ে থাকে। নিম্নে মনোসেক্স তেলাপিয়ার নার্সিং পদ্ধতির ধাপসমূহ বর্ণনা করা হলো:
নার্সারি পুকুর প্রস্ত্ততি
নার্সারি পুকুরে পোনা মজুদ ও ব্যবস্থাপনা
দিন |
খাদ্য প্রয়োগের হার |
খাদ্যের প্রকার |
১-৭ |
৩০% |
নার্সারি |
৮-১৪ |
২৫% |
নার্সারি |
১৫-২১ |
২০% |
স্টার্টার-১ |
২২-২৮ |
১৫% |
স্টার্টার-১ |
২৯-৩৫ |
১২% |
স্টার্টার-২ |
৩৬-৪২ |
১০% |
স্টার্টার-২ |
পুকুরে মনোসেক্স তেলাপিয়ার চাষ
মনোসেক্স পুরুষ তেলাপিয়া চাষ অত্যন্ত লাভজনক। স্বাদু ও লবণাক্ত পানিতে এ মাছ সহজে চাষ করা যায়। পুকুরে মনোসেক্স তেলাপিয়া এককভাবে চাষ করলে বেশী লাভ পাওয়া যায়। নিম্নে মনোসেক্স তেলাপিয়ার চাষ পদ্ধতির ধাপসমূহ বর্ণনা করা হলোঃ
পুকুর প্রস্তুতি
পোনা মজুদ ও চাষ ব্যবস্থাপনা
সপ্তাহ |
খাদ্য প্রয়োগের হার |
খাদ্যের প্রকার |
১ম দুই সপ্তাহ |
১০% |
স্টার্টার-৩ |
২য় দুই সপ্তাহ |
৮% |
স্টার্টার-৩ |
৩য় দুই সপ্তাহ |
৭% |
স্টার্টার-২ |
৪র্থ দুই সপ্তাহ |
৬% |
স্টার্টার-২ |
৫ম দুই সপ্তাহ |
৫% |
স্টার্টার-১ |
৬ষ্ঠ দুই সপ্তাহ |
৪% |
স্টার্টার-১ |
৭ম দুই সপ্তাহ |
৪% |
স্টার্টার-২ |
৮ম দুই সপ্তাহ |
৩% |
স্টার্টার-২ |
মাছ আহরণ ও উৎপাদন
মনোসেক্স তেলাপিয়া চাষের আয়-ব্যয়
আধা নিবিড় ব্যবস্থাপনায় মনোসেক্স তেলাপিয়া চাষে এক ফসলে (৪ মাসে) এক একর জলাশয়ে আয়-ব্যয়ের হিসাব নিম্নে দেয়া হলোঃ
ব্যায়ের খাত |
টাকা |
পুকুর লিজ মূল্য |
২০,০০০.০০ |
পুকুর সংস্কার ও প্রস্ত্ততি |
২,০০০.০০ |
পোনা ক্রয় |
৩৪,০০০.০০ |
সম্পূরক খাদ্য |
১,৮০,০০০.০০ |
সার |
২,০০০.০০ |
মাছ আহরণ ব্যয় |
৪,০০০.০০ |
অন্যান্য ব্যয় |
৮,০০০.০০ |
মোট |
২,৫০,০০০.০০ |
সম্ভাব্য আয়ঃ ৫,০০০ কেজিx ৭০.০০=৩,৫০,০০০.০০ |
মুনাফাঃ ১,০০,০০০/- টাকা
বছরে ২টি ফসলে মুনাফাঃ ১,০০,০০০x২=২,০০,০০০/- টাকা
তেলাপিয়ার রোগ ও প্রতিকার
তেলাপিয়া একটি উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন মাছ। তবে, উচ্চ মজুদ ঘনত্ব ও বদ্ধ জলজ পরিবেশে পরিত্যক্ত খাবার, মাছের বিপাকীয় বর্জ্য ও অন্যান্য আবর্জনা পঁচনের ফলে পানি দূষিত হয়ে অনেক সময় রোগের ঝুঁকি বৃদ্ধি করে। সাধারণত তেলাপিয়া প্রটোজোয়ান প্রারাসাইট দ্বারা আক্রান্ত হয়ে থাকে। এ অবস্থায় আক্রান্ত পুকুরে প্রতি শতাংশে ২০০-২৫০ গ্রাম চুন প্রয়োগ করতে হবে। দ্রুত আরোগ্য লাভের জন্য আক্রান্ত মাছকে ১,০০০ লিটার পানিতে ২৫-৩০ মিলিলিটার ফরমালিন মিশিয়ে ৫-১০ মিনিট গোসল করাতে হবে। অনেক সময় তেলাপিয়া স্ট্রেপটোকক্কাস ও এরোমোনাড সেপটিসেমিয়া দ্বারা আক্রান্ত হয়ে থাকে। এরূপ হলে ১-২ গ্রাম ইরাথ্রোমাইসিন বা অক্সিটেট্রাসাইক্লিন প্রতি কেজি খাবারে মিশিয়ে ৫-৭ দিন খাওয়াতে হবে।