দেশি সরপুঁটি মাছের কৃত্রিম প্রজনন পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা
মানুষের আমিষের প্রধান উৎস মাছ হওয়া সত্ত্বেও মাছ তথা জলজ পরিবেশ আজ বিভিন্ন কারনে সংকটাপন্ন। বিভিন্ন সমীক্ষা হতে জানা যায় যে, স্বাদুপানির শতকরা ২০ ভাগ প্রজাতি আজ নানা কারণে বিলুপ্ত, বিপন্ন বা সংকটাপন্ন। ফলশ্রুতিতে, মাছের জীববৈচিত্র্য বিশেষত মিঠাপানির জলাশয়সমূহ হতে মাছের প্রজাতির দিন দিন কমে যাচ্ছে। তাছাড়া প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট বিভিন্ন কারণে মাছের প্রজননক্ষেত্র ও বাসস্থান প্রতিনিয়ত বিনষ্ট হচ্ছে। সম্প্রতি আইইউসিএন বাংলাদেশ ৬৪ প্রজাতির মিঠাপানির মাছ সংকটাপন্ন/বিপন্ন হিসেবে বিহ্নিত করেছে। এদের মধ্যে মহাশোল, গনিয়া, দেশী সরপুঁটি, বাটা, কালিবাউস, শোল, কৈ, ভাগনা, গুজি আইড়, পাবদা, গুলশা, বাইম, চিতল, ফলি এবং কুচিয়া উল্লেখযোগ্য। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিলুপ্তপ্রায় মাছ সংরক্ষণের নিমিত্ত এসব মাছের কৃত্রিম প্রজনন ও চাষ প্রযুক্তি উদ্ভাবনে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় ইতোমধ্যে ইনস্টিটিউট বিপন্ন দেশী সরপুঁটি মাছের প্রজনন এবং পোনা উৎপাদন কৌশল উদ্ভাবন করেছে।
কৃত্রিম প্রজনন কৌশলঃ
পরিপক্কতাঃ দেশী জাতের সরপুঁটি মাছ প্রথম বছরেই পরিপক্কতা লাভ করে ও বছরে একবার প্রজনন করে থাকে। এ মাছের প্রজননকাল মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত হয়ে থাকে।
ডিম ধারণক্ষমতা ও ডিমের ধরণঃ পরিপক্ক ডিম হালকা সবুজ থেকে তামাটে বর্ণের হয়। নিষিক্ত ডিম আঠালো হয় এবং নিমজ্জিত তৃণ ও আগাছা ইত্যাদিতে লেগে থাকে। সরপুঁটি মাছের লিঙ্গ অনুপাত ১:১ বা এর কাছাকাছি হয়।
ব্রুড মাছ সংগ্রহ ও লালনঃ
পোনা উৎপাদন
মাছের লিঙ্গ |
হরমোন প্রয়োগ মাত্রা (মিগ্রা./কেজি) |
মন্তব্য |
স্ত্রী |
৪,০-৫.০ |
এ মাছের ক্ষেত্রে একটি মাত্র হরমোন ইনজেকশন দিতে হয় |
পুরুষ |
২.০ |
নার্সারি ব্যবস্থাপনা
সারণি ১. নার্সারি পুকুরে খাদ্য সরবরাহের তালিকা
সময়কাল |
খাদ্য |
প্রয়োগের সময় |
১-৩ দিন |
১ কেজি রেণুর জন্য ১ কেজি ময়দা ও ৮-১০ টি সিদ্ধ ডিমের কুসুম একত্রে মিশিয়ে প্রয়োগ করতে হবে |
তিন বার |
৪-৭ দিন |
১ কেজি রেণুর জন্য ১ কেজি সরিষার খৈল এর দ্রবণ দিতে হবে |
দিন ০২ বার |
৮-১০ দিন |
১ কেজি রেণুর জন্য ১ কেজি সরিষার খৈল এর দ্রবণ দিতে হবে |
দিন ০২ বার |
১১-১০ দিন |
১ কেজি রেণুর জন্য ১.৫ কেজি নার্সারী খাবার দিতে হবে |
দিন ০২ বার |
১৬-২০ দিন |
১ কেজি রেণুর জন্য ২.০ কেজি নার্সারী খাবার দিতে হবে |
দিন ০২ বার |
এভাবে নার্সারি করলে প্রতি কেজি রেণু হতে ২.০-২.৫ লক্ষ পোনা উৎপাদন করা সম্ভব |
দেশী সরপুঁটি মাছের চাষ
পুটি মাছ একক কিংবা রুই জাতীয় মাছের সাথে মিশ্রচাষ পদ্ধতিতে চাষ করা যায়। তবে একক চাষের থেকে মিশ্র চাষ অধিক লাভজনক।
পুকুর প্রস্তুতি
পোনা মজুদ ও ব্যবস্থাপনা
দেশী সরপুঁটি মাছের একক মিশ্র চাষের জন্য ৩-৪ সেমি. আকারের পুঁটি মাছের, ৮-১০ সেমি, আকারের রুই জাতীয় মাছের সুস্থ সবল পোনা মজুদ করতে হবে
সকালে বা বিকালে যখন সূর্যের তাপ কম থাকে তখন পুকুরে মাছ মজুদের কাজ করতে হবে
সারনি ২. দেশী সরপুঁটি মাছের একক ও মিশ্র চাষ পদ্ধতি
মাছের প্রজাতি |
পদ্ধতি-১ |
পদ্ধতি-২ |
||
প্রতি শতকে |
মজুদ সংখ্যা |
উৎপাদন (কেজি) |
মজুদ সংখ্যা |
উৎপাদন (কেজি) |
দেশী স্বরপুঁটি |
৪০০ |
২০-২২ |
৩০০ |
১৫-১৬ |
রুই |
- |
- |
৮ |
৪-৫ |
কাতলা |
- |
- |
৫ |
৩-৪ |
সিলভার |
- |
- |
৩ |
২-৩ |
মৃগেল |
- |
- |
৪ |
১-২ |
মোট |
৪০০ |
২০-২২ |
৩২০ |
২৫-৩০ |
খাদ্য ব্যবস্থাপনা
ব্যবস্থাপনা
অপেক্ষাকৃত ভাল উৎপাদন পাওয়ার লক্ষ্যে নিম্নবর্ণিত বিষয়সমূহের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবেঃ
মাছের আহরণ ও উৎপাদন