বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট
ময়মনসিংহ
সেবা প্রদান প্রতিশ্রুতি ( Citizen’s Charter)
১. ভিশন ও মিশন
ভিশন: দেশের মৎস্য সম্পদ উন্নয়নে জাতীয় চাহিদার নিরিখে গবেষণা পরিচালনা ও প্রযুক্তি উদ্ভাবন।
মিশন: গবেষণালব্ধ প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি ও আমিষ চাহিদা পূরণে সহায়তা করণ।
২. প্রতিশ্রুত সেবাসমূহ
২.১ নাগরিক সেবা
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র/ এবং প্রাপ্তিস্থান |
সেবামূ্ল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ই-মেইল) |
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
০১ |
উন্নত জাতের মাছচাষ ও পোনা উৎপাদন এবং জলজ সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ প্রদান |
সরাসরি অথবা অনলাইনে/ মোবাইলে যোগাযোগের মাধ্যমে |
বিএফআরআই |
বিনা মূল্যে |
তাৎক্ষনিক |
ড. মোঃ শাহা আলী, সিএসও, স্বাপাকে ০১৭১১৭০৫২১১ জনাব মোঃ নাহিদুজ্জামান এসও, স্বাপাকে ০১৭৩৭১০২২৭৫ |
০২ |
মৎস্য রোগ নির্ণয় ও প্রতিকার বিষয়ে ক্ষতিগ্রস্থ চাষীদের নমূনা পরীক্ষা ও পরামর্শ সেবা প্রদান। |
ইনস্টিটিউটের ডিজিস ল্যাবে মাছ/ পানির নমূনা নিয়ে এসে অথবা প্রস্তাবের মাধ্যমে মাঠ পর্যায়ে পরিদর্শনের মাধ্যমে |
বিএফআরআই ডিজিস ল্যাব |
বিনা মূল্যে |
গবেষণাগারে মাছ/ পানির নমূনা প্রাপ্তির ক্ষেত্রে ৫ কার্য দিবস। মাঠ পর্যায়ে পরিদর্শনের ক্ষেত্রে পরিদর্শন পরবর্তী ৭ কার্য দিবস। |
জনাব মোঃ আশিকুর রহমান, এসএসও, স্বাপাকে ০১৭১২১২৭০৭৪ |
০৩ |
মৎস্য হ্যাচারী স্থাপন, খামার ডিজাইন ও ব্যবস্থাপনায় কারিগরি সহায়তা প্রদান। |
ইনস্টিটিউটের হ্যাচারীতে বা প্রকৌশল শাখায় সরাসরি এসে অথবা প্রস্তাবের আলোকে পরিদর্শনের মাধ্যমে |
বিএফআরআই |
বিনা মূল্যে |
মাঠ পর্যায়ে পরিদর্শনের ক্ষেত্রে ৪৫ কার্য দিবস। |
ড. মোঃ শাহা আলী, সিএসও, স্বাপাকে ০১৭১১৭০৫২১১
জনাব মোঃ রাজিবুল করিম, নির্বাহী প্রকৌশলী, ০১৭৩২১০৬২১২
|
০৪ |
মাছ চাষ ও ব্যবস্থাপনা বিষয়ে মৎস্য চাষীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা
|
ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে অথবা প্রশিক্ষণ শাখা থেকে ফরম সংগ্রহ অথবা ফোনালাপে ইনস্টিটউট কর্তৃক নির্ধারিত দিনে |
প্রশিক্ষণ শাখা সদর দপ্তর |
বিনা মূল্যে |
২০ কার্য দিবস। |
জনাব মোঃ শহীদুল ইসলাম পিএসও, প্রশিক্ষন শাখা, সদর দপ্তর ০১৭১৬১৯৩৪৯৩
জনাব গোলাম সাজেদ রিয়ার, এসএসও প্রশিক্ষন শাখা, সদর দপ্তর, ০১৭২২৪৭১৮৫৫
|
০৫ |
গবেষণালব্ধ প্রযুক্তির উপর সম্প্রসারণ কর্মীদেরকে প্রশিক্ষণ প্রদান |
|||||
০৬ |
তথ্য অবমুক্তকরণ |
পত্র যোগাযোগ/ ই-মেইল/সরাসরি |
মহাপরিচালক মহোদয়ের দপ্তর |
বিনা মূল্যে |
৫ কার্য দিবস। |
জনাব জান্নাতুল ফেরদৌস ঝুমা, সহকারী পরিচালক (চ.দা), সদর দপ্তর, ০১৭৫৬৩১১৬৮০ ও জনাব এসএম শরীফুল ইসলাম, পাবলিকেশন অফিসার, ০১৭১৯৪৫৩২৯৪,
|