বিনামূল্যে সরকারি সেবা ( মৎস্য)

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট

MD NAYEM HOSSAIN | ১৪ ফেব্রুয়ারী ২০২৩

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট

ময়মনসিংহ

www.fri.gov.bd

সেবা প্রদান প্রতিশ্রুতি ( Citizen’s Charter)

 

১. ভিশন মিশন

ভিশন: দেশের মৎস্য সম্পদ উন্নয়নে জাতীয় চাহিদার নিরিখে গবেষণা পরিচালনা ও প্রযুক্তি উদ্ভাবন।

মিশন: গবেষণালব্ধ প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি ও আমিষ চাহিদা পূরণে সহায়তা করণ।

২. প্রতিশ্রুত সেবাসমূহ

২.১ নাগরিক সেবা

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র/ এবং প্রাপ্তিস্থান

সেবামূ্ল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ই-মেইল)

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

০১

উন্নত জাতের মাছচাষ ও পোনা উৎপাদন এবং জলজ সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ

 প্রদান

সরাসরি অথবা অনলাইনে/ মোবাইলে যোগাযোগের মাধ্যমে

বিএফআরআই

বিনা মূল্যে

তাৎক্ষনিক

ড. মোঃ শাহা আলী, সিএসও, স্বাপাকে

০১৭১১৭০৫২১১

drmdshaha_ali@yahoo.com

জনাব মোঃ নাহিদুজ্জামান

এসও, স্বাপাকে

০১৭৩৭১০২২৭৫

nahid.bfri83@gmail.com

০২

মৎস্য রোগ নির্ণয় ও প্রতিকার বিষয়ে ক্ষতিগ্রস্থ চাষীদের নমূনা পরীক্ষা ও পরামর্শ সেবা প্রদান।

ইনস্টিটিউটের ডিজিস ল্যাবে মাছ/ পানির নমূনা নিয়ে এসে অথবা প্রস্তাবের মাধ্যমে মাঠ পর্যায়ে পরিদর্শনের মাধ্যমে

বিএফআরআই ডিজিস ল্যাব

বিনা মূল্যে

গবেষণাগারে মাছ/ পানির নমূনা প্রাপ্তির ক্ষেত্রে ৫ কার্য দিবস। মাঠ পর্যায়ে পরিদর্শনের ক্ষেত্রে পরিদর্শন পরবর্তী ৭ কার্য দিবস।

জনাব মোঃ আশিকুর রহমান, এসএসও, স্বাপাকে

০১৭১২১২৭০৭৪

sofs4@fri.gov.bd

০৩

মৎস্য হ্যাচারী স্থাপন, খামার ডিজাইন ও ব্যবস্থাপনায় কারিগরি সহায়তা প্রদান।

ইনস্টিটিউটের হ্যাচারীতে বা প্রকৌশল শাখায় সরাসরি এসে অথবা প্রস্তাবের আলোকে পরিদর্শনের মাধ্যমে

বিএফআরআই

বিনা মূল্যে

মাঠ পর্যায়ে পরিদর্শনের ক্ষেত্রে ৪৫ কার্য দিবস।

ড. মোঃ শাহা আলী, সিএসও, স্বাপাকে

০১৭১১৭০৫২১১

drmdshaha_ali@yahoo.com

 

জনাব মোঃ রাজিবুল করিম, নির্বাহী প্রকৌশলী,

০১৭৩২১০৬২১২

razibkarim@yahoo.com

 

 

০৪

 

মাছ চাষ ও ব্যবস্থাপনা বিষয়ে মৎস্য চাষীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা

 

 

ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে অথবা প্রশিক্ষণ শাখা থেকে ফরম সংগ্রহ অথবা ফোনালাপে ইনস্টিটউট কর্তৃক নির্ধারিত দিনে

 

প্রশিক্ষণ শাখা সদর দপ্তর

 

বিনা মূল্যে

 

২০ কার্য দিবস।

 

জনাব মোঃ শহীদুল ইসলাম

পিএসও,

প্রশিক্ষন শাখা, সদর দপ্তর

০১৭১৬১৯৩৪৯৩

shahidbfri@yahoo.com

 

জনাব গোলাম সাজেদ রিয়ার, এসএসও প্রশিক্ষন শাখা, সদর দপ্তর,

০১৭২২৪৭১৮৫৫

riarsajed@gmail.com

 

০৫

গবেষণালব্ধ প্রযুক্তির উপর সম্প্রসারণ কর্মীদেরকে প্রশিক্ষণ প্রদান

০৬

তথ্য অবমুক্তকরণ

পত্র যোগাযোগ/ ই-মেইল/সরাসরি

মহাপরিচালক মহোদয়ের দপ্তর

বিনা মূল্যে

৫ কার্য দিবস।

জনাব জান্নাতুল ফেরদৌস ঝুমা, সহকারী পরিচালক

(চ.দা), সদর দপ্তর,

০১৭৫৬৩১১৬৮০

jhuma.jannat@gmail.com

জনাব এসএম শরীফুল ইসলাম, পাবলিকেশন অফিসার,

০১৭১৯৪৫৩২৯৪,

smsarifsohag@gmail.com