মৎস্য অধিদপ্তর

মৎস্য অধিদপ্তর

ARIFUL ISLAM | ১৯ সেপ্টেম্বার ২০২৩

মৎস্য অধিদপ্তর

স্বí মেয়াদী কর্মপরিকল্পনা

ক্রমিক    নং

কার্যক্রম

কার্যক্রমের বিবরণ

কার্যক্রম বাস্তবায়ন প্রক্রিয়া

বাস্তবায়নকারী সংস্থা

বাস্তবায়ন সময়

১.

সামুদ্রিক মৎস্য সম্পদের মজুদ নিরূপণ ও মৎস্য  আহরণ ক্ষেত্র চিহ্নিতকরণ ।

   ডাটা সংগ্রহ ও ব্যবস্থাপনা জোরদারকরণ।

   ল্যান্ডবেজড সার্ভে ফ্রেম হালনাগাদকরণ।

মৎস্য অধিদপ্তর

জুলাই ২০১৮-ডিসেম্বর ২০২০

   ল্যান্ডবেজড ডাটা সংগ্রহ ও পরিবীক্ষণ ব্যবস্থার উন্নয়ন।

    ল্যান্ডবেজড ডাটা সংগ্রহে স্থানীয় সুফলভোগীদের সম্পৃক্তকরণ।

   তথ্য সংগ্রহকারীদের দক্ষতা উন্নয়ন।

   বঙ্গোপসাগরে মাছের মজুদ

   গবেষণা ও জরিপ জাহাজের মাধ্যমে

মৎস্য অধিদপ্তর

জুলাই ২০১৮-ডিসেম্বর ২০২০

 

 

নিরূপণে সার্ভে পরিচালনা।

  নিয়মিত ক্রুজ পরিচালনা।

 

 

  বঙ্গোপসাগরের এ্যাকুয়াস্টিক (acoustic)

সার্ভে পরিচালনা।

মৎস্য অধিদপ্তর ও উন্নয়ন সহযোগী

  বঙ্গোপসাগরে প্রাপ্ত মাছের প্রজাতির তালিকা হালনাগাদকরণ।

  সামুদ্রিক মৎস্য সম্পদের মজুদ নিরূপণ।

   ল্যান্ডবেজড সার্ভে ও ক্রুজ পরিচালনার মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্তের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ।

  মজুদ নিরূপণ।

  নতুন মৎস্য আহরণ ক্ষেত্র চিহ্নিতকরণ।

 

  জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্তের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ।

মৎস্য অধিদপ্তর

জুলাই ২০১৮-ডিসেম্বর ২০২০

  সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় ও আহরণক্ষেত্র চিহ্নিতকরণে যৌথ উদ্যোগ গ্রহণ।

মৎস্য অধিদপ্তর,

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়,

গবেষণা প্রতিষ্ঠান, গবেষক

২.

সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ

 সামুদ্রিক মাছের অবাধ প্রজনন রক্ষার্থে মৌসুমি নিষেধাজ্ঞা প্রদান।

  গবেষণার মাধ্যমে প্রজাতিভিত্তিক প্রজনন সময় ও এলাকা নির্ধারণপূর্বক অঞ্চল ও এলাকাভিত্তিক মৎস্য আহরণ বন্ধ রাখার ব্যবস্থা গ্রহণ।

মৎস্য অধিদপ্তর,

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়,

বাংলাদেশ মৎস্য গবেষণা

ইন্সটিটিউট

জুলাই ২০১৮-ডিসেম্বর ২০২০

  নির্দিó সময়ের জন্য সমুদ্রে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা বাস্তবায়ন জোরদারকরণ।

মৎস্য অধিদপ্তর,

বাংলাদেশ নৌবাহিনী,

বাংলাদেশ কোস্টগার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বরাস্ট্র মন্ত্রণালয়

   বাণিজ্যিক ট্রলারের বার্ষিক মৎস্য আহরণ নিয়ন্ত্রণ।

মৎস্য অধিদপ্তর,

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়,

নৌ পরিবহন মন্ত্রণালয়

 মেরিন রিজার্ভ ও এমপিএ ঘোষণা ও ব্যবস্থাপনা।

  নতুন মেরিন রিজার্ভ/এমপিএ ঘোষণার লক্ষ্য সম্ভাব্যতা যাচাইকরণ।

 ঘোষিত মেরিন রিজার্ভ এবং MPA ব্যবস্থাপনা কৌশল নির্ধারণ।

মৎস্য অধিদপ্তর,

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়,

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী

জুলাই ২০১৮-২০২০

 

 

 

 

 

 

 

 

 

 

 

  সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় ও এমপিএ ঘোষণার লক্ষ্যে যৌথ উদ্যোগ গ্রহণ।

 

  মেরিন রিজার্ভ ও এমপিএ সংরক্ষণ এবং জৈবিক ব্যবস্থাপনা প্রবর্তনে সমন্বিত উদ্যোগ গ্রহণ।

 

মৎস্য অধিদপ্তর,

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়,

প্রতিরক্ষা মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী

জুলাই ২০১৮-জুন ২০২০

 

 

  পরিবেশ বান্ধব মৎস্য আহরণ সরঞ্জাম চিহ্নিতকরণ এবং প্রবর্তন।

১। গবেষণার মাধ্যমে পরিবেশবান্ধব জাল চিহ্নিতকরণ এবং প্রবর্তনের গণসচেতনতা সৃষ্টিকরণ।

২। অবৈধ জাল এর ব্যবহার পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ।

উদ্যোগী সংস্থা-বিএফআরআই; সহযোগী সংস্থা-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড

২০২০-২০২২

৩.

মাছের অপচয় হ্রাসরোধে আহরণোত্তর পরিচর্যা ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন

 

 

 

 

 

 

 

 

 

 

  মাছের অপচয় হ্রাসরোধে Safety Compliances- এর উন্নয়ন।

 On-board Food Safety Compliances এর ওপর সারেং/নৌযান চালক/ফিশিং ক্রুদের জ্ঞান ও দক্ষতার উন্নয়ন।

 

মৎস্য অধিদপ্তর,

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়,

নৌ পরিবহন মন্ত্রণালয়,

উন্নয়ন সহযোগী

 

 মৎস্য অবতরণকেন্দ্র ও আহরণোত্তর পরিচর্যা কেন্দ্র-এর সাথে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের Safety Compliances বিষয়ে প্রশিক্ষণ প্রদান।

 

  মৎস্য প্রক্রিয়াজাতকরণ ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন।

 মৎস্য ট্রলারে স্বাস্থ্যসম্মত মৎস্য ও  মৎস্যজাত পণ্য তৈরির লক্ষ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্য প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা প্রবর্তন।

মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ

   মৎস্য গবেষণা ইন্সটিটিউট,

 মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

 স্বাস্থ্যসম্মত মৎস্য ও  মৎস্যজাত পণ্য তৈরির লক্ষ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্য প্রক্রিয়াজাতকরণ পল্লী স্থাপন।

মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ

   মৎস্য গবেষণা ইন্সটিটিউট,

 মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

জুলাই ২০১৮-ডিসেম্বর ২০২০

 সামুদ্রিক মৎস্য পণ্যের মান উন্নয়ন ও মূল্য সংযোজন

 বাজার ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন

মৎস্য অধিদপ্তর,

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

 

 

 

 

বাণিজ্য মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী

 

৪.

Exclusive Economic Zone (EEZ) এবং Area Beyond National Jurisdiction

(ABNJ)  এর ২০০ মিটার গভীরতার উর্ধ্বে বাণিজ্যিকভাবে টুনা এবং অন্যান্য বৃহৎ পেলাজিক মৎস্য আহরণের উদ্যোগ গ্রহণ।

  Long Line Fishing এ দক্ষ     জনবল তৈরি।

  গভীর সমুদ্রে মৎস্য আহরণে সরকারী-বেসরকারী যৌথ উদ্যোগ গ্রহণ।

  যুযোপযোগী ও চাহিদা মাফিক নতুন নতুন কারিগরি জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে গভীর সমুদ্রে মৎস্য (Deep Sea Fishing)  আহরণের প্রস্তাবকে উৎসাহিত করা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ মেরিন ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিং প্রকí, বিএফআরআই, মেরিন ফিশারিজ একাডেমি, আইএমএসএফ, চট্টগ্রাম বিk^বিদ্যালয়সহ সংশ্লিó অন্যান্য  বিk^বিদ্যালয় এর মাধ্যমে কার্যক্রম সমন্বয় ও বাস্তবায়ন করা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

এর সার্বিক তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তর

২০১৬-২০১৯

৫.

 বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক প্রতিষ্ঠানে অংশগ্রহণ ও সদস্যভুক্তি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 Indian Ocean Tuna Commission

(IOTC)  এবং অন্যান্য regional Fisheries Management Organizations (RFMO)-তে সদস্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য উদ্যোগ গ্রহণ করা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক Indian Ocean Tuna Commission (IOTC)  এবং অন্যান্য regional Fisheries Management Organizations (RFMO)-তে প্রস্তাব প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থা

২০১৫-চলমান

 Indian Ocean Rim Association (IORA)

Bay of Bengal Programme Inter-Governmental Organization (BOBL-IGO)

Bay of Bengal Large Marine Eco System (BOBLME)  সদস্য গ্রহণ (প্রযোজ্য ক্ষেত্রে এবং নিয়মিত যোগাযোগ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মধ্য-মেয়াদী কর্মপরিকল্পনা

ক্রমিক নং

কার্যক্রম

কার্যক্রমের বিবরণ

কার্যক্রম বাস্তবায়ন প্রক্রিয়া

বাস্তবায়নকারী সংস্থা

বাস্তবায়ন সময়

১.

Maximum Sustainable Yeild (MSY) এবং  Maximum Economic Plan  নির্ধারণ।

 

 

 

 

 

 

 

 গবেষণার মাধ্যমে পরিবেশবান্ধব জাল চিহ্নিত করণ এবং প্রবর্তনে গণসচেতনতা সৃষ্টিকরণ।

 অবৈধ জাল এর ব্যবহার পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ

 সমন্বিত (MSY) প্রবর্তনে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন।

 মৎস্য আহরণ কোটা ব্যবস্থার প্রচলন করা।

 সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ।

 

 

 মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট, বিভিন্ন বিk^বিদ্যালয়ের বিশেষজ্ঞ ও উন্নয়ন সহযোগী অংশীজনের সাথে পরিবেশবান্ধব মজুদ বিষয়ে পর্যালোচনা।

 গবেষণা প্রতিষ্ঠান এবং বিk^বিদ্যালয়ের মাধ্যমে পরিবেশবান্ধব জাল চিহ্নিত করে তা প্রবর্তনের লক্ষ্যে সংশ্লিó স্টেকহোল্ডারদের উৎসাহিত করা।

 গবেষণা ও জরিপ জাহাজের মাধ্যমে  নিয়মিত ক্রুজ পরিচালনা

 সংশ্লিó স্টেকহোল্ডারদের মতবিনিময় ও আহরণক্ষেত্র চিহ্নিতকরণে যৌথ উদ্যোগ গ্রহণ

 Fish Ranching, Fish Enhancement এর মাধ্যমে জীববৈচিত্রের উন্নয়ন।

মৎস্য অধিদপ্তর,

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়,

প্রতিরক্ষা মন্ত্রণালয়,   সহযোগী প্রতিষ্ঠান

২০২৫-২০৩০

২.

পরিবীক্ষণ, নিয়ন্ত্রণ ও তদারকি (Monitoring Control and Surveillance) ব্যবস্থা জোরদারকরণ।

 

 

 

 

 

 

 বাণিজ্যিক ট্রলারে ও মৎস্য নৌযানের রেজিস্ট্রেশন ও লাইসেন্স কার্যক্রম জোরদারকরণ

 মৎস্য আহরণে নিয়োজিত নৌযান ও সরঞ্জামের তথ্য হালনাগাদকরণ

মৎস্য অধিদপ্তর,

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়,

নৌ পরিবহন মন্ত্রণালয়

 

জুলাই ২০১৮-ডিসেম্বর ২০২৫

 নৌযান ও সরঞ্জামের ডেটাবেজ তৈরি

 রেজিস্ট্রেশন ও লাইসেন্স কার্যক্রম জোরদারকরণে ওয়ান-স্টপ সার্ভিস প্রবর্তন

 এমসিএস (MCS) বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি

 মেরিন সার্ভিলেন্স চেকপোস্ট স্থাপন ও

Kvh©Ki করা

 

মৎস্য অধিদপ্তর,

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

 

জুলাই ২০১৮-ডিসেম্বর ২০২০

 পেট্রোলিং ভেসেল ও হাইস্পীড বোট সংযোজন

মৎস্য অধিদপ্তর,

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রতিরক্ষা মন্ত্রণালয়

 

 সামুদ্রিক মৎস্য দপ্তরের জনবল বৃদ্ধি ও কারিগরি দক্ষতা উন্নয়ন

মৎস্য অধিদপ্তর,

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়,

জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থমন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী

 বাণিজ্যিক ট্রলারে Vehicle Monitaring ও মৎস্য নৌযানে Automatic Identification System (AIS) সংযোজন

মৎস্য অধিদপ্তর,

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়,

প্রতিরক্ষা মন্ত্রণালয়

 সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে সমন্বিত তদারকি ব্যবস্থার উন্নয়ন

 সংশ্লিó স্টেকহোল্ডারদের Kvh©Ki অংশগ্রহণে সমন্বিত তদারকি ব্যবস্থা গড়ে তোলা

মৎস্য অধিদপ্তর,

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়,

নৌ পরিবহন মন্ত্রণালয়,

প্রতিরক্ষা মন্ত্রণালয়,

স্বরাষ্ট্র মন্ত্রণালয়,

পররাষ্ট্র মন্ত্রণালয়

জুলাই ২০১৮- ডিসেম্বর ২০২০

 বিদেশি ট্রলার ও নৌযানের অবৈধ অনুপ্রবেশ রোধে Kvh©Ki পদক্ষেপ গ্রহণ

মৎস্য অধিদপ্তর,

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়,

নৌ পরিবহন মন্ত্রণালয়,

প্রতিরক্ষা মন্ত্রণালয়,

স্বরাষ্ট্র মন্ত্রণালয়,

       পররাষ্ট্র মন্ত্রণালয়

৩.

IUU(Illegal Unreported and Unregulated) Fishing  নিয়ন্ত্রণ।

১। রেজিস্ট্রেশন ও ফিশিং লাইসেন্সিং কার্যক্রম শক্তিশালীকরণে ক্রাশ প্রোগ্রাম গ্রহণ।

২। বিদেশী মৎস্য নৌযানের অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ

৩। নিষিদ্ধকালীন সময়ে মৎস্য আহরণ কার্যক্রম বন্ধে Kvh©Kরী পদক্ষেপ গ্রহণ।

IUU  বিষয়ে মৎস্যজীবীসহ সংশ্লিষ্ঠদের সাথে মতবিনিময় সভা ও প্রশিক্ষণের আয়োজন।

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহণ মন্ত্রণালয়, নৌ বাণিজ্য অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, যান্ত্রিক মৎস্য নৌযান সমিতির প্রতিনিধি এর সমন্বয়ে কার্যক্রম বাস্তবায়ন করা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর সার্বিক তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তর, নৌ বাণিজ্য অধিদপ্তর, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ড

২০২৮

৪.

উপকূলীয় মৎস্যজীবী/জেলেদের জীবনমান উন্নয়ন।

 

 

  প্রশিক্ষণ বিকল্প কর্মসংস্থান সৃষ্টি

 বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকূলীয়

মৎস্য অধিদপ্তর,

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী

 

২০২৪

  মৎস্য আহরণে নিরাপত্তা বিধান ও ঝুঁকি হ্রাসকরণ

  উপকূলীয় জেলেদের আধুনিক মাছ ধরার সরঞ্জামসহ নিরাপদে মাছ ধরার নৌযানের জন্য সহায়তা প্রদান।

মৎস্য অধিদপ্তর,

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী

 

২০২৪

৫.

সুন্দরবন অঞ্চলের জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ।

১। সুন্দরবন সংলগ্ন জলাশয়ে মাছ ও অন্যান্য জলজ প্রাণির নার্সারি গ্রাউন্ড চিহ্নিত করে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ।

২। এ সকল কাজে Remote-Sensing Technology   প্রয়োগের উদ্যোগ গ্রহণ।

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট, মৎস্য অধিদপ্তর ও বিভিন্ন wek^we`¨vj‡qi mswkøó বিভাগসমূহে গবেষণা  প্রকল্প প্রদান।

উদ্যোগী সংস্থা-মৎস্য ও  প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সহযোগী সংস্থা-SPARSO, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, মৎস্য অধিদপ্তর

২০২০-২০২৩

 

 

 

 

 

 

 

দীর্ঘ মেয়াদী কর্মপরিকল্পনা

ক্রমিক    নং

কার্যক্রম

কার্যক্রমের বিবরণ