ডা. সঞ্জীব সূত্রধর (উপসচিব)

2023-03-22-06-13-95639cb58adea2329ea9a3894a6158ae

 

ডা. সঞ্জীব সূত্রধর(উপসচিব), মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে উপপরিচালক হিসেবে গত ২৬.০১.২০২৩ ইং তারিখে যোগদান করেন। তিনি ১৯তম বিসিএস এর মাধ্যমে ২৪.১০.১৯৯৯ ইং তারিখে ভেটেরিনারি সার্জন (ভিএস) হিসেবে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০০৯ সালে পদোন্নতির মাধ্যমে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা যোগদান করেন। তাছাড়া তিনি ২০১২ সালে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট (NATP) এর অধীনে থাইল্যান্ড থেকে আনীত রঞ্জিনি ঘাস বাংলাদেশে চাষ করে তৎকালীন এনএটিপি পরিচালকের নিকট থেকে বিশেষ প্রশংসাপত্র লাভ করেন। অধিকন্তু ২০১৩ সালে ইউরিয়া মোলাসেস স্ট্র (ইউএমএস) প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪১৮’ লাভ করেন। এছাড়া তিনি ২০১৮ সালের ২৪ অক্টোবর সরকারের সিনিয়র সার্ভিস পুল (SSP) এ উপসচিব হিসেবে পদোন্নতি লাভ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে যোগদান করেন।

তিনি ১৯৯২-’৯২ সেশনে ময়মনসিংহস্থ বাংলাদেশ কৃষি বিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদে ভর্তি হয়ে ১৯৯৫ সালে (অনুষ্ঠিত ১৯৯৮) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ১৯৯৯ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমএস (MS in Obstetrics) ১ম শ্রেণিতে (এ) ডিগ্রি অর্জন করেন।

শিক্ষা জীবনের শুরুতেই তিনি মেধার স্বাক্ষর রেখেছিলেন। তিনি ১৯৮৩ সালে চরলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৯৮৬ সালে লালপুর এস কে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া থেকে যথাক্রমে প্রাথমিক ও জুনিয়র মাধ্যমিক পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেন। পরবর্তীতে তিনি ১৯৮৯ সালে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় এবং  ১৯৯১ সালে আশুগঞ্জ সারকারখানা কলেজ, ব্রাহ্মণবাড়িয়া থেকে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উর্ত্তীণ হন। এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি থেকে কন্ঠসঙ্গীতে ডিপ্লোমা সনদ লাভ করেন। তাঁর পিতা জগবন্ধু সূত্রধর (সর্বানন্দ) লালপুর এস কে দাস উচ্চ বিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন। তাঁর মাতার নাম কমলা রাণী সূত্রধর। পরিবারিকভাবে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক। তাঁর স্ত্রী ইতি রাণী কলেজের শিক্ষকতা পেশায় নিয়োজিত । তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। অবসর সময়ে তিনি সংঙ্গীত চর্চা করে থাকেন।