“বিএফআরআই মেকানিক্যাল ফিশ ড্রায়ার”
ব্যবহারের মাধ্যমে গুণগতমানসম্পন্ন শুটকি মাছ উৎপাদন
শুটকি একটি বহুর প্রচলিত মাছ সংরক্ষণ পদ্ধতি। প্রচলিত পদ্ধতিতে তৈরি শুটকির প্রধান সমস্যা হচ্ছে শুটকি উৎপাদনকারীরা স্বাস্থ্যকর দিকগুলো যেমন: ধূলা-বালি, মাছি ইত্যাদির সংক্রমণ এবং শুটকি তৈরি ও গুদামজাত কালে রাসায়নিক দ্রব্যাদি ও কীটনাশকের ব্যবহারের ফলে শুটকি আজ নিরাপদ নয়। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র, কক্সবাজার ক্ষুদ্র ও মাঝারী শুটকি উৎপাদক শ্রেণীর চাহিদা মঅনুযায়ী সময় সাশ্রয়ী ও দীর্ঘদিন ব্যবহারোপযোগী ‘বিএফআরআই মেকানিক্যাল ফিশ ড্রায়ার” উদ্ভাবন করা হয়েছে। ড্রায়ারটিতে সৌর ও বিদ্যুত শক্তি উভয়ই ব্যবহার করা যায়।
বিএফআরআই মেকানিক্যাল ফিশ ড্রায়ারের গঠণ ও কার্যপ্রণালী:
বিএফআরআই মেকানিক্যাল ফিশ ড্রায়ারের গঠণ ও কার্যপ্রণালী:
বিএফআরআই মেকানিক্যাল ফিশ ড্রায়ারের মূল কাঠামো মেটালিক যা জিআেই পাইপ/এংগেল বা এসএস-বার এর তৈরি। প্রথমে জিআই পাইপ বা এংগেল দ্বারা ১৪ ফিট দৈর্ঘ্য, ৬ ফিট প্রস্থ ও ৮ ফিট উচ্চতার একটি আয়তাকার ড্রায়ার কাঠামো তৈরি করা হয়। এর একদিকে বাতাস প্রবেশের জন্য ছোট ম্যাশের জালের দরজা ও অন্য দিকে বাতাস বের হওয়ার জন্য এক বা একাধিক িএকজস্ট ফ্যান লাগানো হয়। ড্রায়ারের উপরে ৩০০ ঢালু করে দোচালা ছাদ বা ঢাকনা থাকে। জালের দরজা চাড়া কাঠামোর সকর পাশে ৯ মিমি পুরুত্বের স্বচ্ছ সেলুলয়েড পলিথিন লাগানো হয়। কাঠামোর মেঝেতে মাটি থেকে প্রায় ১ ফুট উচুতে কাঠের একটি পাটাতন লাগানো হয় যা কাল রং এর পলিথিনে ঢাকা থাকে। রাতে বা মেঘলা দিনে মাছ শুকানোর জন্য এই ড্রায়ারে হট এয়ার ফ্যান বা হিটিং কয়েল স্থাপন করা যেতে পারে। ড্রায়ারে মাছ ঝুলানোর জন্য আড়াআড়িভাবে প্লাস্টিক বা মেটালিক বা কাঠের তৈরী ১-২ ইঞ্চি মাপের্ পাড় বা আড়া বসানো হয় যাতে বড়শী বা হুকের দ্বারা শুকানোর জন্য মাছ ঝুলানো যায়। স্বচ্ছ সেলুলয়েডের মধ্য দিয়ে সূর্য কিরণ ড্রায়ারে প্রবেশ করে ও পাটাতনের কালো অংশে শোষিত হয়ে তাপমাত্রা বাড়িয়ে দেয় যা ভেতরের বাতাসকে গরম করে। এই গরম বাতাস ফ্যানের মাধ্যমে মাছের উপর দিয়ে প্রবাহিত হয়ে দ্রুত মাছ শুকিয়ে যায়। স্বচ্ছ সেলুলয়েডে ঢাকা থাকায় অস্বাস্থ্যকর দিকগুলি যেমন-ধুলা-কাঁদা, মাছি পোকা-মাকড় ইত্যাদির সংক্রমণ ও সর্বোপরি কীটনাশকের ব্যবহার ছাড়া উন্নতমানের শুটকি তৈরি করা যায়।
বিএফআরআই মেকানিক্যাল ফিশ ড্রায়ারের মাধ্যমে শুটকি তৈরীর কার্যপ্রণালী:
বিএফআরআই মেকানিক্যাল ফিশ ড্রায়ার ব্যবহার করে গুণগতমান সম্পন্ন শুটকি তৈরির জন্য নিম্নলিখিত কার্যপ্রণালী অনুসরণ করতে হবে:
কীটনাশকমুক্তহ ও স্বাস্থ্যসম্মত উপায়ে শুটকি উৎপাদিত হলে সচেতন ক্রেতারা অধিক মূল্যে শুটকি ক্রয়ে আগ্রহী হবে ও শুটকি উৎপাদনকারীরাও লাভবান হবেন। গুণগতমান সম্পন্ন শুটকি তৈরির জন্য তাই বিএফআরআই মেকানিক্যাল ফিশ ড্রায়ার ব্যবহার করতে হবে।
রচনায়: ড. মো: ইনামুল হক ও এহসানুল করিম
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট