মাছের রোগ ও প্রতিকার

মাছের কৃমি রোগ:

Jakia sultana | ০৬ মে ২০২৪

মাছের দুই ধরণের কৃমি দেখা যায়। একটি হলো ডেকটাইলোগাইরাস বা ফুলকাকৃমি ও গাইরোডেকটাইরাস বা ত্বককৃমি।

      লক্ষণ:

  • মাছ লাফালাফি করে।
  • আক্রান্ত মাছের শ্বাস প্রশ্বাস বেড়ে যায়।
  • দেহের বর্ণ ফ্যাকাশে হয়ে যায়।
  • ফুলকায় রক্তক্ষরণ হয়।

 

চিকিৎসা/প্রতিকার:

  • প্রতি শতাংশে পুকুরে ১ মিটার গভীরতার জন্য ৪০ গ্রাম ডিপ্টারেক্স ৭ দিন পর পর মোট ২ বার প্রয়োগ করতে হবে।
  • ৩.৫ লিটার পানিতে ১ মিলিলিটার ফরমালিন মিশিয়ে সেই দ্রবণে মাছ ৫ থেকে ১০ মিনিট ডুবিয়ে রাখতে হবে।