মাছের রোগ ও প্রতিকার
কাতলার চক্ষু রোগ:
Jakia sultana |
০৬ মে ২০২৪
কাতলা মাছে এই রোগ বেশি হয়।
লক্ষন:
- কাতলার চক্ষু প্রথমে ঈষৎ ঘোলাটে হয়। ধীরে ধীরে চোখ সাদা হয়ে অন্ধ হয়ে যায় এবং মাছটি মারা যায়।
চিকিৎসা/প্রতিকার:
- প্রতি লিটার পানিতে ১০-১৫ মিলিগ্রাম ক্লোরোমাইসিটিন দ্রবণে রোগাক্রান্ত মাছকে ১ ঘন্টা করে ৫-৭ দিন চিকিৎসা করতে হবে।
- পুকুরে বিঘাপ্রতি ৩০-৪০ কেজি চুন দিতে হবে।