মাছের রোগ ও প্রতিকার

আঁইশ উঠা ও শরীরে দাগ:

Jakia sultana | ০৬ মে ২০২৪

চাষযোগ্য সব মাছ।

        লক্ষণ:

  • মাছের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট হয়।
  • আঁইশ বাঁকা হয়, সামান্য ঘষা বা আঘাতেই আঁইশ উঠে যায়।
  • লেজ অবশ হয়,মাছ ভারসাম্যহীনভাবে চলাফেরা করে।

 

চিকিৎসা/প্রতিকার:

  • প্রতি শতাংশে ১ কেজি চুন প্রয়োগ করা।
  • ১০ লিটার পানিতে ১ টেবিল চামচ পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিশিয়ে আক্রান্ত মাছকে ১ মিনিট গোসল করাতে হয়।
  • প্রতি কেজি খাদ্যে ১ কেজি ক্লোরোমাইসিটিন মিশিয়ে মাছকে কমপক্ষে ৭ দিন খাওয়াতে হবে।