মাছের রোগ ও প্রতিকার

পেট ফোলা বা ড্রপসি রোগ:

Jakia sultana | ০৬ মে ২০২৪

রুই জাতীয় মাছ, শিং, মাগুর, পাঙ্গাস ইত্যাদি মাছে বেশি দেখা যায়।

        লক্ষণ:

  • পেট ফুলে যায়,পেটে ও আঁইশের নিচে পানি জমে,চামরায় ঘা ও অন্ত্র ফুলে যায়।
  • মাছের ত্বক,ফুলকা,অন্ত্র ও বায়ুথলিতে রক্তক্ষরণ হয়।

 

 চিকিৎসা/প্রতিকার:

  • চুন ১ কিলো/শতাংশ হারে প্রয়োগ করতে হবে।
  • প্রতি কেজি খাবারের সাথে ২০০ মি. গ্রাম ক্লোরেমফেনিকল পাউডার মিশিয়ে সরবরাহ করতে হবে।
  • ১-২ গ্রাম/কেজি খাবারে অ্যাকুয়ামাইসিন মিশিয়ে দিতে হবে।