মাছের রোগ ও প্রতিকার

মাছের জোঁক রোগ:

Jakia sultana | ০৬ মে ২০২৪

বাটা মাছ, মাগুর মাছ এবং অন্যান্য মাছে দেখা যায়।

লক্ষণ:

  • স্বল্প পিএইচ এর পানিতে তলায় বিচরণকারী মাছ সমূহের গায়ে জোঁকের পাদুর্ভাব দেখা যায়।
  • জোঁকগুলো ত্বক থেকে দেহের রস শোষণ করতে গিয়ে ক্ষত সৃষ্টি করে।

 

চিকিৎসা/প্রতিকার:

  • প্রতি শতাংশ জলাশয়ে ১ কেজি হারে চুন প্রয়োগ করতে হবে।
  • ২-৩ মিলি/শতাংশ/ফুট হারে আরগুলেক্স প্রয়োগ করা যেতে পারে।