মাছের রোগ ও প্রতিকার
মাছের উকুন রোগ:
Jakia sultana |
০৬ মে ২০২৪
রুই, মৃগেল, কদাচিৎ কাতলা মাছে এই রোগ বেশি দেখা যায়।
লক্ষণ:
- অবিরাম ছুটাছুটি, শক্ত বস্তুর সাথে গা ঘষা, লাল বর্ণ, বক্ষ পাখনা ও আঁইশের উপর উকুন দেখা যায়।
- মাছের গায়ে ছোট ছোট ক্ষতের সৃষ্টি হয় এবং রক্তক্ষরনও হতে পারে।
চিকিৎসা/প্রতিকার:
- সুমিথিয়ন/ম্যালাথিয়ন/ফেনিট্রন/আরগুলেক্স ২-৩ মিলি/শতাংশ/ফুট হারে (৫-৭ দিন পর পর ৩ বার) ব্যবহার করা যেতে পারে।
- ডিপটারেক্স ৬-১২ গ্রাম/শতক/ফুট(৫-৭ দিন পর পর ৩ বার) প্রয়োগ করতে হবে।