মাছের রোগ ও প্রতিকার

লাল ফুটকি রোগ:

Jakia sultana | ০৬ মে ২০২৪

সিলভার কার্প, বিগহেড ও পাঙ্গাস মাছে এই রোগ বেশি দেখা যায়।

 

লক্ষণ:

  • দেহে লালচে দাগ দেখা যায়।
  • চাপ দিলে রক্তের মতো বের হয়।

 

চিকিৎসা/প্রতিকার:

  • ব্লিচিং পাউডার ১২ গ্রাম/শতাংশ/ফুট হারে প্রয়োগ করতে হবে।
  • প্রতি কেজি খাবারের সাথে ১-২ গ্রাম অক্সিটেট্রাসাইক্লিন মিশিয়ে  ৫-৭ দিন খাওয়াতে হবে।
  • চুন ১ কিলো/শতাংশ হারে প্রয়োগ করতে হবে।
  • পটাশিয়াম পারম্যাঙ্গানেট ২৪-৩৬ গ্রাম/শতাংশ/ফুট হারে প্রয়োগ করতে হবে।