মাছের রোগ ও প্রতিকার

ফুলকা পচা রোগ:

Jakia sultana | ০৬ মে ২০২৪

কার্প জাতীয় মাছে এই রোগ বেশি হয়।

 লক্ষণ:

  • ফুলকায় লাল দাগ।
  • ফুলকা পঁচে খসে যায়।
  • ফুলকা ফুলে যায়।
  • অধিক তরল পদার্থ বের হয়।

 

চিকিৎসা/প্রতিকার:

  • আধা কেজি চুন/শতাংশ হারে প্রয়োগ করা যেতে পারে।
  • ১-২ গ্রাম/কেজি খাবারে অক্সিটেট্রাসাইক্লিন মিশিয়ে ৫-৭ দিন খাওয়াতে হবে।
  • পটাশিয়াম পারম্যাঙ্গানেট ২৪-৩৬ গ্রাম/শতাংশ/ফুট হারে প্রয়োগ করতে হবে।