মাছের রোগ ও প্রতিকার

স্যাপ্রোলেগনিয়াসিস:

Jakia sultana | ০৬ মে ২০২৪

রুই জাতীয় ও অন্যান্য চাষযোগ্য মাছ এবং বিশেষ করে হ্যাচারিতে ডিম এই রোগে বেশি আক্রান্ত হয়।

 

 লক্ষণ:

  • ক্ষত স্থানে তুলার ন্যায় ছত্রাক দেখা যায়।

 

চিকিৎসা/প্রতিকার:

  • দুই সপ্তাহ অন্তর সপ্তাহে ১ বার করে প্রতি শতাংশে ২৫০ গ্রাম চুন ও ২৫০ গ্রাম লবণ ৩-৪ সপ্তাহে প্রয়োগ করতে হবে।
  •  হ্যাচারিতে লালনকৃত ডিম গুলোকে ২৫০ পিপিএম ফরমালিন দিয়ে ধৌত করাতে হবে।