মাছের রোগ ও প্রতিকার

ক্ষতরোগ:

Jakia sultana | ১২ মে ২০২৪

 

 

 

শোল,টাকি,শিং, মাগুর, কৈ, মেনি, মৃগেল, বাইম, পুঁটি, তেলাপিয়া, কার্পিও ইত্যাদি মাছে এই রোগ বেশি হয়।

     লক্ষণ:

* দেহের বিভিন্ন অংশে ক্ষত দেখা যায়।

* মাছের গায়ে লাল লাল দাগ দেখা যায়,পরে তা গভীর ক্ষত হয়।

* আক্রান্ত মাছের ঘা থেকে পুঁজ ও দুর্গন্ধ বের হয়।

 

চিকিৎসা/প্রতিকার:

  • চুন ও লবণ প্রয়োগ ১+১=২ কেজি/শতক/৭ ফুট গভীরতায় ২ সপ্তাহ ব্যবহার করা যেতে পারে।
  • প্রতি কেজি খাবারের সাথে ১-২ গ্রাম অক্সিটেট্রাসাইক্লিন মিশিয়ে ৫-৭ দিন খাওয়াতে হবে।
  • পটাশিয়াম পারম্যাঙ্গানেট ২৪-৩৬ গ্রাম/শতক/ফুট হিসাব প্রয়োগ করতে হবে।