মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
ক্রমিক নং |
কার্যক্রম |
কার্যক্রমের বিবরণ |
কার্যক্রম বাস্তবায়ন প্রক্রিয়া |
বাস্তবায়নকারী সংস্থা |
বাস্তবায়ন সময় |
১. |
সামুদ্রিক মৎস্য আইন, বিধি এবং জাতীয় সামুদ্রিক মৎস্য নীতিমালা (National Marine Fisheries Policy) হালনাগাদকরণ প্রণয়ন। |
(১) সামুদ্রিক মৎস্য আইন ও বিধিমালা হালনাগাদকরণ। (২) জাতীয় সামুদ্রিক মৎস্য নীতিমালা (Marine Fisheries Policy) প্রণয়ন।
|
আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে মন্ত্রিপরিষদ সভায় অনুমোদন গ্রহণ। |
মন্ত্রিপরিষদ বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় |
২০১৫-২০১৯ |
২. |
সমন্বয় ও মনিটরিং |
(১) সুনীল অর্থনীতি বিষয়ক বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ, দপ্তর/সংস্থার সাথে সমন্বয় সাধন। (২) সুনীল অর্থনীতি বিষয়ক গৃহিত কার্যক্রম মনিটরিং করা। |
(১) পারস্পারিক যোগাযোগ ও তথ্য বিনিময়ের মাধ্যমে। (২) পরিদর্শন, সভা, সেমিনার, ইত্যাদির মাধ্যমে।
|
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
|
চলমান |