বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট
এর সরকার নির্ধারিত মূল্যে সেবা
www. blri.gov.bd
সেবা প্রদান প্রতিশ্রুতি ( Citizen’s Charter)
নাগরিক সেবা:
ক্রমিক |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবাসমূহ এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ইমেইল) |
১. |
উদ্ভাবিত উন্নত জাতের ফডার কাটিং বিতরণ |
আবেদনপত্র গ্রহণ ও অনুমোদনের পরে বিএলআরআই প্রধান কার্যালয় হতে সরাসরি বিতরণ |
প্রয়োজনীয় কাগজপত্র: ১) নির্ধারিত আবেদনপত্র ২) জাতীয় পরিচয়পত্রের কপি প্রাপ্তিস্থান: গবেষণা খামার, বিএলআরআই |
নির্ধারিত মূল্য হিসাব শাখায় জমাদান ১) মূল্য তালিকা: ক) জার্মান ও পাকচং ঘাস-প্রতি হাজার ৬০ (ষাট) টাকা খ) অন্যান্য ঘাস-প্রতি হাজার ৪০ (চল্লিশ) টাকা |
৭(সাত) কার্যদিবস (উৎপাদন সক্ষমতা অনুযায়ী পর্যাপ্ত ফডার কাটিং মজুদ থাকলে) |
শামীম আহমেদ উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (গবেষণা খামার) মোবাইল: ০১৭৩৭২৯৩০৪৯ ই-মেইল: sahmed@blri.gov.bd |
২. |
উন্নত জাতের দেশি মুরগি, বিএলআরআই উদ্ভাবিত মুরগি, হাঁস এবং কোয়েলের বাচ্চা ও হ্যাচিং ডিম বিতরণ জাতের নাম- ১)শুভ্রা (লেয়ার) ২) স্বর্ণা (লেয়ার) ৩)মাল্টিকালার টেবিল চিকেন (এমসিটিসি) ৪) দেশি মুরগি- ক) কমন দেশি, খ) হিলি ও গ) গলাছিলা ৫) হাঁস ৬) কোঁয়েল |
সংশ্লিষ্ট উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তার সুপারিশসহ আবদেন গ্রহণ ও অনুমোদনের পরে পত্রজারির মাধ্যমে বিএলআরআই প্রদান কার্যালয় হতে সরাসরি বিতরণ |
প্রয়োজনীয় কাগজপত্র: ১) নির্ধারিত আবেদন পত্র ২) জাতীয় পরিচয়পত্রের কপি ৩) সংশ্লিষ্ট উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তার সুপারিশ ৪) খামার রেজিস্ট্রেশন/ লাইসেন্সের কপি (যদি থাকে) প্রাপ্তিস্থান: পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগ |
নির্ধারিত নগদ মূল্য হিসাব শাখায় জমাদান ১) মূল্য তালিকাঃ ক) হ্যাচিং ডিম-১০(দশ) টাকা খ) বাচ্চা-১৫ (পনের) টাকা |
ক) হ্যাচিং ডিম-ষাট (৬০) কার্যদিবস (উৎপাদন সক্ষমতা অনুযায়ী পর্যাপ্ত হ্যাচিং ডিম মজুদ থাকলে) খ) বাচ্চা-৯০ (নব্বই) কার্যদিবস (উৎপাদন সক্ষমতা অনুযায়ী পর্যাপ্ত বাচ্চা মজুদ থাকলে) |
ড. শাকিলা ফারুক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (রুঃ দাঃ) ও বিভাগীয় প্রধান, পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগ ফোন: ০২-২২৪৪৯১৬৭৮ মোবাইল: ০১৭১২২০৫২২৩ ই-মেইল- shakila@blri.gov.bd |
৩. |
উন্নত জাতের ছাগলের প্রজনন পাঠা বিতরণ |
সংশ্লিষ্ট উপজেলার প্রাণিসম্পদ কর্মর্তার সুপারিশসহ আবেদন গ্রহণ ও অনুমোদনের পরে পত্রজারির মাধ্যমে বিএলআরআই পধান কার্যালয় হতে সরাসরি বিতরণ |
প্রয়োজনীয় কাগজপত্র: ১) নির্ধারিত আবদেন পত্র ২) জাতীয় পরিচয়পত্রের কপি ৩) সংশ্লিষ্ট উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তার সুপারিশ ৪) খামার রেজিস্ট্রেশন/ লাইসেন্সের কপি (যদি থাকে) প্রাপ্তিস্থান: ছাগল উৎপাদন গবেষণা বিভাগ |
ভ্যাটসহ নির্ধারিত নগদ মূল্য হিসাব শাখায় জমাদান প্রতি কেজি মূল্য- ২২৫ (দুই শত পচিশ) টাকা (+১২.৫% ভ্যাটসহ) |
৯০ (নব্বই), কার্যদিবস (উৎপাদন সক্ষমতা অনুযায়ী পর্যাপ্ত প্রজনন পাঠা মজুদ থাকলে) |
ড. ছাদেক আহম্মেদ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান, ছাগল উৎপাদন গবেষণা বিভাগ মোবাইলঃ ০১৭১২১৮৯২১২ ই-মেইল- sadek.ahmed@blri.gov.bd |
৪. |
উন্নত জাতের ভেড়ার প্রজনন পাঠা বিতরণ |
সংশ্লিষ্ট উপজেলার প্রাণিসম্পদ কর্মর্তার সুপারিশসহ আবেদন গ্রহণ ও অনুমোদনের পরে পত্রজারির মাধ্যমে বিএলআরআই পধান কার্যালয় হতে সরাসরি বিতরণ |
প্রয়োজনীয় কাগজপত্র: ১) নির্ধারিত আবদেন পত্র ২) জাতীয় পরিচয়পত্রের কপি ৩) সংশ্লিষ্ট উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তার সুপারিশ ৪) খামার রেজিস্ট্রেশন/ লাইসেন্সের কপি (যদি থাকে) প্রাপ্তিস্থান: ভেড়া উৎপাদন গবেষণা বিভাগ |
ভ্যাটসহ নির্ধারিত নগদ মূল্য হিসাব শাখায় জমাদান প্রতি কেজি মূল্য- ২২৫ (দুই শত পচিশ) টাকা (+১২.৫% ভ্যাটসহ) |
৯০ (নব্বই), কার্যদিবস (উৎপাদন সক্ষমতা অনুযায়ী পর্যাপ্ত প্রজনন পাঠা মজুদ থাকলে) |
ড. মোঃ জিল্লুর রহমান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (রুঃ দাঃ) ও বিভাগীয় প্রধান, ভেড়া উৎপাদন গবেষণা বিভাগ ফোন: ০২-২২৪৪৯১৬৯৬ মোবাইল: ০১৬৭৭১৫৫৬৪১ ই-মেইল- mzillur@blri.gov.bd |