বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল
নাগরিক ই-সেবাসমূহের তালিকা
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
ক্রমিক নং |
ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা্/আইডিয়ার নাম (তারিখসহ) |
সেবা্/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ |
সেবা্/আইডিয়াটি কার্যকর আছে কি-না/ না থাকলে কারণ |
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে কি-না |
সেবার লিংক |
মন্তব্য |
০১. |
বিডিভেট হেল্পলাইন (মোবাইল এপস) (২০১৮-১৯) |
এই মোবাইল এপসটি ব্যবহার করে সেবা গ্রহীতাগণ সহজেই বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের যাবতীয় তথ্য সম্পর্কে অবহিত পারবেন। |
সেবাটি কার্যকর আছে |
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন |
https://play.google.com/store/search?q=bd%20vet%20 helpline&c=apps&hl=en&gl=US |
|
০২. |
প্রত্যয়ন পত্র প্রদান (২০১৯-২০) |
এর ফলে রেজিস্টার্ড ভেটেরিনারি প্র্যাকটিশনারগণ কাউন্সিল হতে অনলাইনে (ই-মেইলে) আবেদনের মাধ্যমে দেশ বা বিদেশ থেকে প্রত্যয়নপত্র সহজেই পেয়ে থাকেন। |
সেবাটি কার্যকর আছে |
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন |
---- |
|
০৩. |
ই-নথির মাধ্যমে রেজিস্ট্রেশন প্রদান (২০২০-২১) |
ই-নথির মাধ্যমে রেজিস্ট্রেশন নম্বর প্রদানের ফলে ভেটেরিনারি ডিগ্রীধারীরা খুব সহজেই ই-মেইলে তাদের রেজিস্ট্রেশন নম্বর পাচ্ছেন। |
সেবাটি কার্যকর আছে |
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন |
---- |
|
০৪. |
ই-পেমেন্ট (২০২২-২৩) |
বাংলাদেশ ভেটেনিারি কাউন্সিলের সকল সেবামূল্য ই-পেমেন্ট এর মাধ্যমে প্রদানের ব্যবস্থা করায় সেবাগ্রহীতাদের টাকা পরিশোধের ভোগান্তি কমেছে। এছাড়া সেবামূল্য বাবদ প্রাপ্ত অর্থ ব্যাংকে জমা দেয়ার ভোগান্তিও কমেছে। দ্রুত সেবাপ্রদান সম্ভব হয়েছে এবং সেবাগ্রহীতাদের যাতায়াত ও অর্থের সাশ্রয় হয়েছে। |
সেবাটি কার্যকর আছে |
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন |
বিকাশ পেমেন্ট (বিকাশ একাউন্ট নম্বর: ০১৩২৭ ১৪৬ ১৪৩ )
|
|