মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর কর্তৃক নাগরিক ই-সেবাসমূহের তালিকা

মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর কর্তৃক নাগরিক ই-সেবাসমূহের তালিকা

Md Alamin Sarker | ১৬ মে ২০২৪

মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর

নাগরিক ই-সেবাসমূহের তালিকা

ক্রমিক নং

ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা্/আইডিয়ার নাম (তারিখসহ)

সেবা্/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ

সেবা্/আইডিয়াটি কার্যকর আছে কি-না/ না থাকলে কারণ

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে কি-না

সেবার লিংক

মন্তব্য

০১.

নিউজ পোর্টাল (মৎস্য ও প্রাণিসম্পদ সংবাদ)

মৎস্য ও প্রাণিসম্পদ সেবা সম্পর্কিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, উদ্ভাবন, প্রশিক্ষণ, জনসেবামূলক কার্যক্রম, প্রচার-প্রচারণামূলক কার্যক্রম এবং বিভিন্ন জাতীয় ও আন্তজার্তিক দিবসসহ উক্ত সেক্টরের যাবতীয় তথ্য সংবাদ আকারে প্রকাশ করার জন্য এটি একটি অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম।

কার্যকর আছে

হ্যাঁ

 Link: www.motshoprani.org

২০২১সালে

০২.

ডিজিটাল ডিসপ্লে বোর্ড

এটি একটি ইলেক্ট্রনিক ডিসপ্লে বোর্ড। যার মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত যাবতীয় তথ্য জনসম্মুখে ডিসপ্লে করা হয়ে থাকে।

কার্যকর আছে

হ্যাঁ

 

--

২০২১ সালে

০৩.

অ্যাপস (মৎস্য ও প্রাণি তথ্য ভান্ডার)

এটি একটি অ্যান্ড্রয়েড ভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশন। এটি মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত যাবতীয় তথ্যের অনলাইন ডেটা সেন্টার।

কার্যকর আছে

হ্যাঁ

Link: www.flid.org

 

২০২২ সালে

০৪.

অনলাইন ছুটি ব্যবস্থাপনা

এটি ওয়েব এবং অ্যান্ড্রয়েড ভিত্তিক অনলাইন ছুটি ব্যবস্থাপনা সফটওয়্যার।

কার্যকর আছে

হ্যাঁ

http://114.130.119.251.3186/

২০২৩ সালে