বিনামূল্যে সরকারি সেবা ( মৎস্য)

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট

MD NAYEM HOSSAIN | ১৬ মে ২০২৪

 সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার)

 বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট

 ময়মনসিংহ

 www.fri.gov.bd

 ১. ভিশন ও মিশন

 ভিশন: দেশের মৎস্য সম্পদ উন্নয়নে জাতীয় চাহিদার নিরিখে গবেষণা পরিচালনা ও প্রযুক্তি উদ্ভাবন।

 মিশন: গবেষণালব্ধ প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি ও আমিষ চাহিদা পূরণে সহায়তা করণ।

 ২. প্রতিশ্রুত সেবাসমূহ: 

 ২.১) নাগরিক সেবা

 

 ক্রমিক  নং

 সেবার নাম

 সেবা প্রদান পদ্ধতি

 প্রয়োজনীয়  কাগজপত্র/  এবং  প্রাপ্তিস্থান

 সেবামূল্য  এবং

 পরিশোধ  পদ্ধতি

 সেবা  প্রদানের  সময়সীমা

 দায়িত্বপ্রাপ্ত  কর্মকর্তা   (নামপদবিফোন ও 

  ই-   মেইল)

 (১)

 (২)

 (৩)

 (৪)

 (৫)

 (৬)

 (৭)

 ১.

 মৎস্য চাষী /   খামারি/ উদ্যোক্তা   ও কর্মকর্তাদের   প্রশিক্ষণ   প্রদান।

 আবেদনপত্র প্রাপ্তির পর   যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পত্র   জারি অথবা ই-মেইল/ ই-নথি/ সরাসরি   ফোনের মাধ্যমে প্রশিক্ষণের সময়সূচি   প্রদান।

 ১. মহাপরিচালক বরাবর   আবেদনপত্র;

 ২. আবেদনকারীর নাগরিকত্ব বা জাতীয়তা   প্রমাণের সনদপত্র;

 প্রাপ্তিস্থানপ্রশিক্ষণ শাখা

 বিনামূল্যে

 ২০ কার্যদিবস।

 জনাব মো: শহীদুল   ইসলাম, সিএসও

 সদর দপ্তর

 মোবা:০১৭১৬১৯৩৪৯৩

 csoplan@fri.gov.bd

 ২.

 মৎস্য   হ্যাচারি স্থাপনে   কারিগরি   সহায়তা প্রদান।

 কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পত্র জারি করে   অথবা প্রস্তাবের আলোকে সরাসরি   পরিদর্শনের মাধ্যমে।

 ১. মহাপরিচালক বরাবর   আবেদনপত্র;

 ২. আবেদনকারীর নাগরিকত্ব বা   জাতীয়তা প্রমাণের সনদপত্র;

 প্রাপ্তিস্থান: হ্যাচারী,  বিএফআরআই

 বিনা মূল্যে

 ৪৫ কার্য দিবস।

 ড. মোহাম্মদ আসাফ-   উদ-দ্দৌলাহ, এসএসও   মোবা: ০১৭১২৪৬৩০১১   ssohq8@fri.gov.bd