সরকার নির্ধারিত মূল্যে সেবা ( প্রাণিসম্পদ)

বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল

MD NAYEM HOSSAIN | ১৬ মে ২০২৪

 

 

 বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল

 ৪৮, কাজী আলাউদ্দিন রোড, ঢাকা।

 www.bvc.gov.bd

 সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter)

 ১. ভিশন (Vision) ও মিশন (Mission)

          ভিশন (Vision): দক্ষ পেশাজীবী দ্বারা তৃণ মূল পর্যায়ে মানসম্পত প্রাণিস্বাস্থ্য সেবা ( ভেটেরিনারি সার্ভিস) প্রদানের মাধ্যমে নিরাপদ প্রাণিজ প্রোটিন (মাংস, দুধ ও ডিম) উৎপাদন, প্রাণীর স্বাস্থ্য   সংরক্ষণ, রোগদমন ও কল্যাণ সাধন এবং জনস্বাস্থ্য নিশ্চিত করা।

          মিশন (Mission): ভেটেরিনারি শিক্ষা ও পেশার মান নিয়ন্ত্রণের মাধ্যমে যথাযথ কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ ভেটেরিনারি পেশাজীবী তৈরী, পরিচালনা এবং মানসম্পন্ন প্রাণীস্বাস্থ্য সেবা নিশ্চিত   করা।

 ২. প্রতিশ্রুত সেবাসমূহ:

 ২.১) নাগরিক সেবা

 

 ক্রমিক   নং

 সেবার নাম

 সেবা প্রদানের পদ্ধতি

 প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তি স্থান

 সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

 সেবাপ্রদানের সময় সীমা

 দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ই-মেইল)

 (১)

 (২)

 (৩)

 (৪)

 (৫)

 (৬)

 (৭)

 ১.

 রেজিস্টেশন প্রদান

 প্রাপ্ত আবেদনের সাথে দদাখিলকৃত তথ্য   ও সার্টিফিকেট যাচাই বাছাই করে   কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ই-নথির   মাধ্যমে রেজিস্ট্রেশনের পত্র জারি।

 ক) নির্ধারিত আবেদনপত্র।

 খ) ডিভিএম/ বিএসসি ভেট. সায়েন্স  এন্ড এ এইচ পাশের সার্টিফিকেট ১ম   শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক   সত্যায়িত ফটোকপি (১ কপি)।

 গ) প্রশংসা পত্র/ ট্রান্সক্রিপ্ট ১ম   শ্রেনীর  গেজেটেড কর্মকর্তা কর্তৃক   সত্যায়িত ফটোকপি (১ কপি)।

 ঘ) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক   সত্যায়িত।

 প্রাপ্তিস্থান: প্রশাসন শাখা।

 ১৫০/- অনলাইন   পেমেন্ট (বিকাশ  মার্চেন্ট একাউন্টের মাধ্যমে)

 ৩ কর্মদিবস

 ডা: গোপাল চন্দ্র বিশ্বাস 

 রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)

 ফোন ও ফ্যাক্স- ৭৩৪৩২৬০ (অফিস)

 মোবা:- ০১৭১৫৪৫৪৬৭৭

 ই-মেইল: info@bvc.gov.bd   ওয়েবসাইট:  www.bvc.gov.bd

 ২.

 মূল সার্টিফিকেট   প্রদান

 রেজিস্ট্রেশন প্রদানের প্রেক্ষিতে মূল   সার্টিফিকেট প্রদান।

 রেজিস্ট্রেশন প্রদান পত্রের মূলকপি   জমাদান সাপেক্ষে।

 প্রাপ্তিস্থান: প্রশাসন শাখা।

 ১৫০/-অনলাইন   পেমেন্ট (বিকাশ   মার্চেন্ট   একাউন্টের   মাধ্যমে)

 ৩০ কর্মদিবস

 ডা: গোপাল চন্দ বিশ্বাস

 রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)

 ফোন ও ফ্যাক্স- ৭৩৪৩২৬০ (অফিস) মোবা:- ০১৭১৫৪৫৪৬৭৭

 ই-মেইল: info@bvc.gov.bd   ওয়েবসাইট:  www.bvc.gov.bd

 ৩.

 ডুপ্লিকেট/   সংশোধিত   সার্টিফিকেট প্রদান

 প্রাপ্ত আবেদন পত্রের তথ্য এবং   কাউন্সিলে সংরক্ষিত রেজিস্টারের তথ্য   যাচাই-বাছাই করে কর্তৃপক্ষের   অনুমোদনক্রমে ডুপ্লিকেট/ সংশোধিত   সার্টিফিকেট প্রদান।

 ক) নির্ধারিত আবেদনপত্র (ডুপ্লিকেট/   সংশোধিত সার্টিফিকেট)

 খ) জিডি’র কপি (সার্টিফিকেট হারিয়ে   গেলে)/ পূর্বের সনদের মূল কপি।

 গ) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি   ১ম  শ্রেণীর গেজেটেড কর্মকর্তা   কর্তৃক সত্যায়িত।

 প্রাপ্তিস্থান: প্রশাসন শাখা।

 ৫০০/- অনলাইন   পেমেন্ট (বিকাশ   মার্চেন্ট   একাউন্টের   মাধ্যমে)

 ১৫ কর্মদিবস

 ডা: গোপাল চন্দ বিশ্বাস

 রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)

 ফোন ও ফ্যাক্স- ৭৩৪৩২৬০ (অফিস)   মোবা:- ০১৭১৫৪৫৪৬৭৭

 ই-মেইল: info@bvc.gov.bd

ওয়েবসাইট: www.bvc.gov.bd

 ৪.

 পরিচয় পত্র প্রদান

 প্রাপ্ত আবেদন পত্র যাচাই বাছাই করে   কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরিচয় পত্র   প্রদান।

 ক) নির্ধারিত আবেদনপত্র।

 খ) রেজিস্ট্রেশন সার্টিফিকেটের   ফটোকপি।

 গ) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি   ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা   কর্তৃক  সত্যায়িত।

 প্রাপ্তিস্থান: প্রশাসন শাখা।

 ১৫০/- অনলাইন   পেমেন্ট

 (বিকাশ মার্চেন্ট   একাউন্টের   মাধ্যমে)

 ৪৫ কর্মদিবস

 ডা: গোপাল চন্দ বিশ্বাস

 রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)

 ফোন ও ফ্যাক্স- ৭৩৪৩২৬০ (অফিস)   মোবা:- ০১৭১৫৪৫৪৬৭৭

 ই-মেইল: info@bvc.gov.bd

 ওয়েবসাইট: www.bvc.gov.bd

 ৫.

 পরিচয় পত্র   নবায়ন

 প্রাপ্ত আবেদন পত্রের তথ্য এবং   কাউন্সিল  সংরক্ষিত রেজিস্টাররের তথ্য   যাচাই বাছাই করে কর্তৃপক্ষের   অনুমোদনক্রমে নবায়নকৃত পরিচয় পত্র   প্রদান।

 ক) নির্ধারিত আবেদনপত্র।

 খ) পুরানো আইডি কার্ড জমাদান।

 গ) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি   ১ম  শ্রেণীর গেজেটেড কর্মকর্তা   কর্তৃক সত্যায়িত।

 প্রাপ্তিস্থান: প্রশাসন শাখা।

 ১৫০/- অনলাইন   পেমেন্ট

 (বিকাশ মার্চেন্ট   একাউন্টের   মাধ্যমে)

 ৩০ কর্মদিবস

 ডা: গোপাল চন্দ বিশ্বাস

 রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)

 ফোন ও ফ্যাক্স- ৭৩৪৩২৬০ (অফিস)   মোবা:- ০১৭১৫৪৫৪৬৭৭

 ই-মেইল: info@bvc.gov.bd

 ওয়েবসাইট: www.bvc.gov.bd

 ৬.

 অতিরিক্ত   শিক্ষাগত যোগ্যতা   অন্তর্ভূক্তি

 প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে   কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নবায়নকৃত   পরিচয় পত্র প্রদান।

 ক) নির্ধারিত আবেদনপত্র।

 খ) অতিরিক্ত যোগ্যতার সার্টিফিকেট   ১ম শেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক   সত্যায়িত কপি (১ কপি)।

 গ) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি   ১ম  শ্রেণীর গেজেটেড কর্মকর্তা   কর্তৃক সত্যায়িত।

 প্রাপ্তিস্থান: প্রশাসন শাখা।

 ৫০/- অনলাইন   পেমেন্ট

 (বিকাশ মার্চেন্ট   একাউন্টের   মাধ্যমে)

 ৩ কর্মদিবস

 ডা: গোপাল চন্দ বিশ্বাস

 রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)

 ফোন ও ফ্যাক্স- ৭৩৪৩২৬০ (অফিস)   মোবা:- ০১৭১৫৪৫৪৬৭৭

 ই-মেইল: info@bvc.gov.bd

 ওয়েবসাইট: www.bvc.gov.bd

 ৭.

 প্রত্যয়ণপত্র  প্রদান

  আবেদনের প্রেক্ষিতে

 ক) নির্ধারিত আবেদনপত্র।

 খ) রেজিস্ট্রেশন সার্টিফিকেটের   ফটোকপি।

 প্রাপ্তিস্থান: প্রশাসন শাখা।

 ৩০০০/- অনলাইন   পেমেন্ট (বিকাশ   মার্চেন্ট   একাউন্টের   মাধ্যমে)

 ৩ কর্মদিবস

 ডা: গোপাল চন্দ বিশ্বাস

 রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)

 ফোন ও ফ্যাক্স- ৭৩৪৩২৬০ (অফিস)   মোবা:- ০১৭১৫৪৫৪৬৭৭

 ই-মেইল: info@bvc.gov.bd

 ওয়েবসাইট: www.bvc.gov.bd